২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:২২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:২২

দিল্লিতে তাপমাত্রা ১ দশমিক ৯

শীতের দাপট চলছে যেন ভারতে। দেশটির রাজধানী দিল্লিতে রবিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৭ জানুয়ারি) দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খবর: এনডিটিভি

ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক দিন ধরেই কমছে তাপমাত্রা। নয়াদিল্লি, উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে কুয়াশার কারণে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।

ভারতে দিল্লিসহ কয়েকটি রাজ্যে ১১ জানুয়ারি পর্যন্ত শীতের এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। তাদের সূত্র দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে,  কাশ্মীরে তুষারপাত চলছে। কুয়াশারা কারণে নয়াদিল্লি থেকে উড়োজাহাজ ও ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণে দিল্লির বিমানবন্দর থেকে ২০টি উড়োজাহাজ দেরিতে ছেড়েছে। কুয়াশার কারণে ৪২টি ট্রেন দেরিতে ছেড়েছে। রবিবার সকাল ছয়টা পর্যন্ত কোনোও উড়োজাহাজ ছাড়েনি।

Facebook
Twitter
LinkedIn