২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩১
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩১

দিয়েগো ম্যারাডোনার শেষ ইচ্ছা

আমৃত্যু দিয়েগো ম্যারাডোনা ছিলেন খেয়ালি মানুষ। বুধবার চিরঘুমের দেশে পাড়ি জমানো আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির শেষ ইচ্ছাটাও ছিল চমকপ্রদ।

ম্যারাডোনা চেয়েছিলেন, মৃত্যুর পর তার মরদেহ যেন সংরক্ষণ করা হয়! বৃহস্পতিবার প্রয়াত ফুটবল রাজপুত্রের এমন শেষ ইচ্ছার কথা প্রকাশ্যে এনেছেন আর্জেন্টাইন সাংবাদিক মার্টিন আরেভালো।

তার দাবি, ৬০তম জন্মদিনের আগে গত মাসে পরিবারের সদস্যদের ডেকে ম্যারাডোনা বলেছিলেন, মৃত্যুর পর অবশ্যই যেন তার মরদেহ বিশেষ উপায়ে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

ম্যারাডোনার পরিবারের কেউ অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বুয়েনস এইরেসের অদূরে বেল্লা ভিস্তা সমাধিস্থলে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহানায়ককে।

আর্জেন্টিনার ইতিহাসে মাত্র তিনজনের মরদেহ সংরক্ষিত আছে। দেশটির সাবেক সেনাপ্রধান জোসে ডি সান মার্টিন, সাবেক প্রেসিডেন্ট জুয়ান দমিঙ্গো পেরন ও তার স্ত্রীর। ম্যারাডোনার কথিত শেষ ইচ্ছা পূরণ না হলেও ভক্তদের হৃদয়ে তিনি চিরসজীব থাকবেন চিরকাল।

Facebook
Twitter
LinkedIn