Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:৪৪

দুই কোটি রূপি অনুদান কোহলি-আনুশকার

জাতীয় দুযোগে তারা প্রায়ই এগিয়ে আসেন। করোনার প্রথম দফা আক্রমণের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারো আলোচনায় ভারত অধিনায়ক বিরাট কোহলি। সাথে তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ত্রাণ সংগ্রহের একটি উদ্যোগে তারা দিয়েছেন দুই কোটি রুপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নিজেদের চ্যানেলে কোহলি ও আনুশকা সবাইকে সাধ্যমত সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। সেখানে তারা বলেন, ‘ভারতের জন্য পরিস্থিতি বেশ কঠিন, যেহেতু আমরা মহামারীর সাথে লড়াই করছি। দেশ এভাবে ভুগছে, যা দেখাটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। যারা দিন-রাত আমাদের জন্য লড়াই করছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের নিবেদন প্রশংসনীয়।’

‘কিন্তু এখন, আমাদের সাহায্য তাদের প্রয়োজন এবং অবশ্যই তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাই আমি এবং আনুশকা কেটোতে (তহবিল সংগ্রহের অনলাইন প্ল্যাটফর্ম) তহবিল সংগ্রহের একটি উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে যোগ দেয়া ও সহায়তা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। প্রতিটি ক্ষুদ্র জিনিসই পার্থক্য তৈরি করে।’

এই ক্যাম্পেইনের লক্ষ্য সাত কোটি রুপি সংগ্রহ। এই উদ্যোগের সাথে আছে ইউনাইটেড ওয়ে অব বেঙ্গালোর নামের একটি এনজিও।

Facebook
Twitter
LinkedIn