দুইভাগে হবে বিশ্ব ইজতেমা। আজ সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে দুপুরে এ সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। তবে মাওলানা সাদ ও যোবায়েরের সমর্থকরা কে কোন পর্বে ইজতেমা সম্পন্ন করবেন, সেটা পরে জানানো হবে।
পঁচিশ সালে বিশ্ব ইজতেমা আয়োজন সংক্রান্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয় আজ সোমবার (৪ নভেম্বর)। সেখানে ছিলেন সরকারের চার উপদেষ্টাসহ নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা। তবে এই বৈঠকে ছিলেন না মাওলানা যোবায়েরের সমর্থকরা। সাদের সমর্থকরা উপস্থিত হয়ে জানান, যেকোনো মূল্যে তারা প্রথম পর্বে ইজতেমা করতে চান।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার ইতিহাস ৫৮ বছরের। রাজনীতি ও ইজতেমায় দুই পক্ষের কোন্দলের কারণে ২০১১ সাল থেকে দুই পর্বে হয়ে আসছে ইজতেমা।