Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:১১

দুই বহরে ইংল্যান্ড যাবে টাইগাররা

 আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলতে আজ (রোববার) রাতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের একাংশ ও টিম ম্যানেজমেন্ট। এই সিরিজের তিনটি একদিনের খেলায় আইসিসি ওয়ানডে সুপার লিগের মর্যাদা পাবে। 

বাংলাদেশের চেয়ে এই সিরিজটি বেশি গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডের কাছে। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট দল চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য একদিনের বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। 

আইরিশদের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। আজ (রোববার) রাতে কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং কয়েকজন খেলোয়াড় ঢাকা ছাড়বেন। আর বাকিরা ইংল্যান্ডের উদ্দেশে আগামীকাল সকালে ঢাকা ছাড়বেন। 

সিরিজের তিনটি খেলাই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সিরিজের প্রথম খেলা শুরু হবে আগামী ৯ই মে। 

Facebook
Twitter
LinkedIn