Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৬:১৭

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর এবার আয়ারল্যান্ড বধের পালা। আজ (বুধবার) আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

এদিকে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল টাইগারদের। তবে বৃষ্টি বাধায় সেই আশা পূরণ হয়নি সাকিব-মুশফিকদের। তাই এবার ওয়ানডের আক্ষেপ টি-টোয়েন্টিতে ঘোচাতে চান তাসকিন-লিটনরা।

অন্যদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে দিন কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা৷ ইনজুরি থাকলেও শঙ্কা কেটে গেছে প্রথম ম্যাচ জয়ের নায়ক রনি তালুকদারকে নিয়ে। আজকের ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন নাসুম আহমেদ৷ তার জায়গায় ডাক পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে। ৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। এরপর ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আইরিশরা। শুরুটা দারুণ করলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের তোপে শেষ পর্যন্ত টিকতে পারেনি সফরকারীরা। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

Facebook
Twitter
LinkedIn