Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৫

দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান

KANDY, SRI LANKA - SEPTEMBER 21: The ICC World T20 trophy on display before the ICC World T20 Group D match between New Zealand and Bangladesh at Pallekele Cricket Stadium on September 21, 2012 in Kandy, Sri Lanka. (Photo by Graham Crouch-ICC/ICC via Getty Images)

অনূর্ধ্ব- ১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্স পর্বে নিজেদের শেষ খেলায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।  

আজ শনিবার (তেসরা ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি শুরু হবে। 

এদিকে, এই ম্যাচে দুই দলের রান রেটের যারা এগিয়ে থাকবে তারাই সেমি ফাইনাল খেলবে। তাই বাংলাদেশকে শুধু জিতলেই হবে না। বড় ব্যবধানে জিতে নেট রান রেটেও পাকিস্তানকে পেছনে ফেলতে হবে। কারণ এই ম্যাচে জিতলে পাকিস্তানের সমান ৬ পয়েন্ট হবে বাংলাদেশেরও। অন্যদিকে, পাকিস্তান এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে। 

Facebook
Twitter
LinkedIn