Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২৫

দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম লাগামহীন- ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের মন্ত্রী, এমপিদের দুর্নীতি ও লুটপাটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। তাদের অযোগ্যতায় প্রতিদিন সকল জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আজ রোববার (০৬ই মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে পূর্ব ঘোষিত ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। 

ফখরুল আরো বলেন, ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে নেমেছে বিএনপি। মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজ ছাত্রদলের ইউনিট কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হন। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

Facebook
Twitter
LinkedIn