২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:২৮
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:২৮

দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত বা খারাপ বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে আছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। ২৩৫ এয়ার কোয়ালিটি স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ঢাকা। বায়ুর মান বিচারে এই পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। ঢাকার পরেই স্থানে আছে চীনের শহর চেংডু। ২০০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে চীনের এই শহরটি। 

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানিটির র‌্যাঙ্কিংয়ে আজ সকাল ১০টা ১০ মিনিটের দূষিত বাতাসে ১০০ শহরের মধ্যে শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশের সবচেয়ে জনবহুল নগর। নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার।

কোম্পানিটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে কোম্পানিটি।

আইকিউএয়ারের র‌্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়।

গত মাসে বায়ুদূষণে বেশ কয়েকদিনেই শীর্ষ অবস্থানে নাম এসেছিল বাংলাদেশের রাজধানীর। বিশ্বে দূষিত শহরের তালিকায় কখনো প্রথম, কখনো দ্বিতীয়, আবার কখনো শীর্ষ দশে ছিল ঢাকার নাম, যা নগরবাসীর জন্য চরম হতাশার। বিশেষ করে নতুন বছর শুরুর মাসটি কেটেছে অস্বস্তির মধ্যে। জানুয়ারিতে প্রায় পুরো মাসেই দূষিত শহরের তালিকায় ছিল ঢাকার নাম।

জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। এ মাসে মোট নয় দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

Facebook
Twitter
LinkedIn