Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:২২

দেরিতে আসলেন শাকিব, মহরত শুরু দুই ঘন্টা পর

কথা ছিল আজ (মঙ্গলবার) ১১ টায় রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’ মহরত অনুষ্ঠিত হবে। সেভাবেই সাংবাদিকসহ অন্যান্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কিন্তু নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘন্টা পর তিনি শুটিং সেটে ঢুকেন। আর তার দেরি হওয়াতে মহরতও পিছিয়ে যায়। সেই অনুষ্ঠান শুরু হলো প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টা ৫৬ মিনিটে। সেখানে কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার শীর্ষ কর্মকর্তারা। ‘অন্তরাত্মা’ সিনেমার পর ১ মাস ২০ দিনের মাথায় আজ শুটিংয়ে ফেরেন শাকিব।মহরত অনুষ্ঠানে শাকিব জানিয়েছেন, আজ থেকে এই ছবির যাত্রা শুরু হলো। সবাই দোয়া করবেন, ভালোভাবে কাজটা যেন সম্পন্ন হয়।যারা ইউনিটে আছে, সবাই খুব সহযোগিতার সাথে কাজটি করবেন। সে কামনাই করছি। আয়োজনে জানানো হয়েছে, টানা ৩০ দিন শুটিংয়ের পরিকল্পনা রয়েছে ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমাটির। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আর সব ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ দিন পর শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। আর পরিচালনা করছেন তরুণ নির্মাতা তপু খান।

Facebook
Twitter
LinkedIn