২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫০

দেশের ৮ জেলায় মৃদু তাপপ্রবাহ

দেশের আট জেলার ওপর দিয়ে মৃদুু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় কিছু জায়গা হতে তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময়ে দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৬শে জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পস্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের দু,এক জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। 

এদিকে, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এসব জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তবে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহ কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

Facebook
Twitter
LinkedIn