২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৪
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৪

দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত

দে‌শে ক‌রোনাভাইরা‌সের নতুন ধর‌ন ওমিক্রন আক্রান্ত আ‌রও একজন রোগী শনাক্ত হ‌য়ে‌ছে।

সর্বশেষ ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়। ৫৬ বছর বয়সী ওই পুরুষ রোগী ঢাকায় অবস্থান করছেন।

বাংলাদেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা পড়া এক ব্যক্তির নমুনায় ওমিক্রন শনাক্ত হয়েছে।

সোমবার রাতে জিআইএসএআইডির ওয়েবসাইটে নিয়ে এই তথ্য মিলেছে।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরনটি দেশের আরও দুজনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ নিয়ে দেশে মোট তিনজনের দেহে করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেল। ১১ ডিসেম্বর ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তারা বর্তমানে সুস্থ।

ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে পাঠানো করোনা ভাইরাসের জিনোমিক ডেটা জমা রাখছে জিআইএসএআইডি।

Facebook
Twitter
LinkedIn