দুই বাংলা দাঁপিয়ে কাজ করছেন জয়া আহসান। গত বছর বলিউডে পা রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে নাগরিক অধিকার ভুলে যাননি তিনি। ঠিকই চলে এলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য ঢাকায় এসেছেন জয়া আহসান। তবে ভোট দেয়ার পরই তিনি দেশের বাইরে যাবেন বলে সময় সংবাদকে জানান।
জয়া বলেন, ভোট নাগরিক অধিকার। একটি রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তির ভোট দেয়া কর্তব্য। আমি আমার কর্তব্যের জায়গা থেকে ভোট দিতে বাংলাদেশে এসেছি। ভোট প্রদানের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতেই আমার এই ইচ্ছা। ভোটের কয়েকদিন পরই আমি দেশের বাইরে চলে যাবো।