Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৬

দেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ

সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার ৪র্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি। 

আজ বুধবার (৩০শে নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা। তিনি জানান, সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের চতুর্থ ডোজ দিতে বলা হয়েছে।

এসময় তিনি আরো জানান, দেশে চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সরকারের লক্ষ্যমাত্রা ছিলো মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার। এরই মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছে ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এ ছাড়া দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন। আর বুস্টার ডোজের আওতায় এসেছে ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন মানুষ।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭শে জানুয়ারি। এরপর ৭ ফেব্র“য়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সি যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

Facebook
Twitter
LinkedIn