দেশে কোনো দুর্ভিক্ষ হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমাদার। তিনি বলেন, চাহিদা অনুযায়ী দেশে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে, সামনে বোরোর আবাদ হচ্ছে, ফলনও ভাল হবে।
আজ (বুধবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের দ্বিতীয় দিনের সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় খাদ্যমন্ত্রী জানান চাহিদা অনুযায়ী দেশে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। আগে খরার জন্য আমনের ফলন নিয়ে শঙ্কায় থাকলেও এবার আমনের বাম্পার ফলন হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, সংগ্রহ ভালো হয়েছে, সরবরাহও ভালো আছে। সর্বশ্রেষ্ঠ মজুদ এখন প্রায় ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন। আমাদের এখনও সংগ্রহ চলছে।
মন্ত্রী বলেন, কম আয়ের মানুষদেও জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ ইত্যাদি আছে।