এছাড়া এক দিনে আরো ২ হাজার ১৩৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এদিকে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৬০৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৬টি পরীক্ষাগারে ১৬ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ করা হয়। এতে ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।