২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:২৯
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:২৯

দেশে ফিরলেন নুর, অংশ নিবেন গণঅবস্থান কর্মসূচিতে

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জান্তিক বিমানবন্দরে আসেন। দুপুর ১২টার পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনি।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক আবু হানিফ এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, নুর ভাই বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরে অবতরণ করেন। এরপর এক ঘণ্টার বেশি সময় ইমিগ্রেশনে ছিলেন। আইন-শৃঙ্খলাবাহিনীর সরব উপস্থিতিসহ সার্বিক বিবেচনায় আমরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও আপাতত কোনো ঝামেলা নেই। আমরা কয়েক শ’ নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছি। এখন তিনি শাহবাগে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে যোগ দেবেন।

ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা।

Facebook
Twitter
LinkedIn