প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
আজ রবিবার (২৭শে নভেম্বর) দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি। এসময় বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন নেতাকর্মীরা।
রওশন এরশাদের দেশে ফেরা উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতির কথা জানানো হয়েছিল আগেই। সেই মোতাবেক বিমানবন্দরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঢল নেমেছে।
সকাল থেকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে অবস্থান নেন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় তারা ‘আমরা সবাই এরশাদ সেনা’, ‘রওশন এরশাদের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ই নভেম্বর চিকিৎসার জন্য ব্যাংককে যান রওশন এরশাদ। চিকিৎসা নিয়ে গত ২৫শে জুন দেশে ফিরে বাজেট অধিবেশনে যোগ দেন। এরপর আবার ৫ই জুলাই ব্যাংককে যান তিনি।