প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে তার যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে দেশে ফিরেছেন। রাত ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
তিনি নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশন যোগদানসহ এর সাইড লাইনে অন্যান্য উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর-সঙ্গীদের নিয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি হয়ে দেশে পৌঁছেছেন।
ওয়াশিংটন ডিসি সময় ১৭:২৭ মিনিটে (বৃহস্পতিবার) ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি’র ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলসিঙ্কির উদ্দেশে যাত্রা করে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শহিদুল ইসলাম এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ফিনল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত (অনাবাসিক) মো: নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1192651744743967&output=html&h=280&adk=1936132566&adf=640329621&pi=t.aa~a.3208726436~i.17~rp.4&w=709&fwrn=4&fwrnh=100&lmt=1633151090&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8184515032&psa=1&ad_type=text_image&format=709×280&url=https%3A%2F%2Fwww.dailynayadiganta.com%2Fpolitics%2F612784%2F%25E0%25A6%25AF%25E0%25A7%2581%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%258D%25E0%25A6%25B0-%25E0%25A6%25B8%25E0%25A6%25AB%25E0%25A6%25B0-%25E0%25A6%25B6%25E0%25A7%2587%25E0%25A6%25B7%25E0%25A7%2587-%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B6%25E0%25A7%2587-%25E0%25A6%25AB%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%259B%25E0%25A7%2587%25E0%25A6%25A8-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25AE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580&flash=0&fwr=0&pra=3&rh=177&rw=708&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEI8OPaigYQtcGEo6Cj3PTTARI5AOA2OjgM6JIdMGwVgeK1zp_wpZ9i4NdDANrVNd8RgNyUOMY1OVQK1qeGUDum-ArgexlXtvBrCWPg&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiOTMuMC40NTc3LjgyIixbXSxudWxsLG51bGwsIjY0Il0.&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hdHRlc3RhdGlvbi5hbmRyb2lkLmNvbSIsInN0YXRlIjo3fV0.&dt=1633151089986&bpp=4&bdt=1128&idt=-M&shv=r20210928&mjsv=m202109280101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D2d85103960398457-22f3225610cc00a9%3AT%3D1631507224%3ART%3D1633151084%3AS%3DALNI_MY3qq19gs7xCwMYr4kPUrIRIu_Y1w&prev_fmts=0x0%2C709x280&prev_slotnames=dailynayadiganto_belowimage&nras=3&correlator=1411778229031&frm=20&pv=1&ga_vid=1335315437.1613456128&ga_sid=1633151089&ga_hid=283292519&ga_fc=0&u_tz=360&u_his=22&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_java=0&u_nplug=3&u_nmime=4&adx=136&ady=1673&biw=1350&bih=568&scr_x=0&scr_y=386&eid=31062978%2C44748553%2C21067496&oid=2&pvsid=989271281983277&pem=563&ref=https%3A%2F%2Fwww.dailynayadiganta.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&jar=2021-10-02-05&ifi=10&uci=a!a&btvi=3&fsb=1&xpc=icP1rOusrk&p=https%3A//www.dailynayadiganta.com&dtd=47
হেলসিঙ্কিতে দুই থেকে তিন ঘণ্টা যাত্রা-বিরতির পর হেলসিঙ্কি সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। এ সময় বিমানবন্দরে ফিনল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (অনাবাসিক) মো: নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এর আগে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুই দিনের যাত্রা-বিরতির পর ১৯ সেপ্টেম্বর ৭৬তম ইউএনজিএতে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছান।
১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সদরদফতরে ৭৬তম ইউনাইটেড নেশনস জেনারেল এসেমব্লি (ইউএনজিএ) ও কয়েকটি উচ্চ-পর্যায়ের পার্শ্ব-আলোচনায় অংশ নেন।
পরে, ২৫ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে তার সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।
নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন।
১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে তার সম্মানে জাতিসঙ্ঘ সদর দফতরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপণ এবং একটি বেঞ্চ উদ্বোধন করেন।
সূত্র : বাসস