২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৮
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৮

দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: কাদের

বিএনপি কোটি কোটি ডলার ব্যয়ে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আজকে জ্বালানির মতো সংকট, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—সারা বিশ্ব হিমশিম খাচ্ছে। সেখানে আমরা সামলে যাচ্ছি। তাপমাত্রা বেড়েছে, এটা তো আমাদের দোষ না। সে জন্য বিদ্যুৎ সংকটটা বেড়ে গিয়েছিল, আমি আশা করি, ৫-৭ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। লোডশেডিং অনেক ঠিক হয়ে গেছে, এটা আরও ঠিক হয়ে যাবে।’

ওবায়দুল কাদের বলেন, রাজনীতির নামে নামে যারা বড়বড় কথা বলে, নালিশ করে, বিদেশিদের উস্কে দেয় তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে। ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করছে। 

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে সরকারের হাঁটু কাঁপুনি নয় বিএনপির হাঁটু ভেঙেছে। 

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম এখন জেগে জেগে স্বপ্ন দেখছেন। তার মুখের ভাষা এখন বিষ। তাদের ভাষা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব যে বিষাদগার করেছেন তাকে ক্ষমা চাইতে হবে।

এসময় রাজনীতিকদের নিজেদের মধ্যে বিষোদগার না করার আহ্বান জানান আওয়ামী লীগ সম্পাদক।  

ওবায়দুল কাদের বলেন, দেশে অগণতান্ত্রিক সরকার বৃক্ষ নিধন করেছে নির্বিচারে। সেই দায় এখন পোহাতে হচ্ছে সবাইকে। বৃক্ষ নিধনের জন্যই ঢাকা বসবাসের অযোগ্য। কোন নদীর পানি ভালো নেই, বাতাস দূষিত এগুলো সরকারের উন্নয়নকে লজ্জা দেয়। 

Facebook
Twitter
LinkedIn