Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৮

দেশ ছাড়লেন রানী মুখার্জি

দেশ ছাড়লেন রানী মুখার্জি

মেয়ে আদিরাকে নিয়ে দেশ ছাড়লেন বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি। আগামী এক মাস নরওয়েতেই থাকবেন তিনি। সেখানে চলবে তার নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র শুটিং।

মা হওয়ার পর এই প্রথম নিজেদের হোম প্রোডাকশন যশরাজ ফিল্মস এর বাইরে অন্য কোনো প্রযোজনা সংস্থার সিনেমায় কাজ করছেন রানী। তার চরিত্রকে কেন্দ্র করেই আগাবে সিনেমার গল্প। অসীমা ছিব্বরের পরিচালনায় এতে তার সঙ্গী হচ্ছেন টালিউডের অনির্বাণ ভট্টাচার্য।

রানীর ভাষ্যমতে- এটি তার ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা হতে চলেছে। এই সিনেমায় একজন মায়ের সমস্ত দেশের বিরুদ্ধে লড়াই দেখানো হবে। ছবির মূল প্রেক্ষাপট যেহেতু নরওয়ে তাই বেশির ভাগ শুটিং সেদেশেই হবে। অনেকদিনের জন্য দেশ ছাড়তে হচ্ছে বলেই মেয়ে আদিরাকেও সঙ্গে নিয়েছেন এই অভিনেত্রী।

সূত্র: জি নিউজ

Facebook
Twitter
LinkedIn