Search
২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:০২

দ্বিতীয় দিনেও লাভোলোর বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিমের শেয়ারে। এতে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪৪ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে  ১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৯৩৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১৫ টাকা।

প্রসঙ্গত, লাভেলো আইসক্রিম গতকাল বুধবার দুই স্টক এক্সচেঞ্জে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। লেনদেনের প্রথম দিনেও কোম্পানিটি বিক্রেতা শূন্য ছিল।

Facebook
Twitter
LinkedIn