২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৭

ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ১১ তম অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে রজনীগন্ধা পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রাত পৌনে ৯টায় বাংলামোটর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। এছাড়া রাতে যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার তথ্য পাওয়া গেছে।

Facebook
Twitter
LinkedIn