৪ খণ্ড মধুসূদন-রচনাবলি
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য (নিয়মিত বাঁধাই) : ৩৫০০ টাকা
মূল্য (রেক্সিন বাঁধাই) : ৩৯০০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
অসংখ্য কালজয়ী পঙক্তি রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে যার অবস্থান চিরকালীন, নাটক দিয়ে সাহিত্য যাত্রা শুরু হলেও যিনি ‘মেঘনাদবধ কাব্য’ মহাকাব্যের জন্য চির নন্দিত, তিনি ঊনবিংশ শতাব্দীর প্রধানতম বাংলার কবি, বাঙালির কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)। বইটিতে স্থান পেয়েছে মাইকেল মধুসূদনের মহাকাব্য, চতুর্দশপদী কবিতাবলি, নাটক-প্রহসন, গদ্যরচনা, ভাষণ, চিঠিপত্র ও ইংরেজি রচনা।
স্মৃতিসুধা (মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান
ড. মিজানুর রহমানের কর্মময় জীবনের আত্ম-আলেখ্য)
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৩৮০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
জীবনের দীর্ঘ পথে হেঁটে আসার গল্প নিয়ে রচিত ‘স্মৃতিসুধা’। জীবনের প্রতিটি বাঁকে অসংখ্য মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ, বিচিত্র অভিজ্ঞতা, আনন্দ-বেদনার স্মৃতিগুলোই এ বইয়ের মূল উপজীব্য।
বাংলাদেশের উর্দু সাহিত্য
লেখক : আসাদ চৌধুরী
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ৩৩০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
আমৃত্যু আসাদ চৌধুরী ছিলেন বাংলাদেশে উর্দু সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক এবং অকৃত্রিম অনুরাগী। তিনি বাংলাদেশি উর্দু কবিদের সুপ্রচুর কবিতা অনুবাদ করেছেন এবং এখানকার উর্দুভাষী কবি-লেখকদের মূলধারার সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট করতে অগ্রণী ভূমিকা রেখেছেন।
চারণভূমি (উপন্যাস)
লেখক : হাসনাত আবদুল হাই
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২২০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
ফিলিস্তিন অনেকদিন থেকেই তাদের ভূখণ্ডের জন্য যুদ্ধ করছে। মুক্তিকামী ফিলিস্তিন তাদের ভূখণ্ডের জন্য বোমারু বিমান, জাহাজ আর ট্যাংকের বিপরীতে শুধু গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা শহিদ হচ্ছেন ঝাঁকে ঝাঁকে, তবুও নিজের ‘চারণভূমি’কে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নন। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের এই আত্মত্যাগের সংগ্রাম নিয়েই প্রখ্যাত কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের নতুন উপন্যাস—চারণভূমি। বর্বরোচিত ইসরায়েলের হামলার শিকার হয়ে কীভাবে একের পর এক শহিদ হচ্ছেন ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশু, তার করুণ চিত্র লেখক তুলে ধরেছেন এই উপন্যাসে।
হোয়াইট মোগলস
মূল : উইলিয়াম ড্যালরিম্পেল
অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৭৪০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
ব্রিটিশ রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল জেমস অ্যাচিলেস কার্কপ্যাট্রিক হায়দারাবাদের দরবারে ব্রিটিশ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। কার্কপ্যাট্রিক দৃশ্যত হায়দারাবাদী পোশাক পরিধান করতেন এবং তার জীবনধারাও হায়দারাবারে অধিবাসীদের মতো ছিল। তিনি হায়দারাবাদে পৌঁছার অল্প কিছুদিন পরই দিওয়ানের (প্রধানমন্ত্রী) ভাগ্নি খায়রুন্নিসার প্রেমে পড়েন এবং মুসলিম আইন ও রীতি অনুসারে তাকে বিয়ে করেন।
খায়রুন্নিসা সারাজীবন কঠোর পর্দার মধ্যে বাস করেছেন এবং কার্কপ্যাট্রিকের উদ্যানের পেছনে পৃথক একটি ‘বিবিঘরে’ থাকতেন।
কার্কপ্যাট্রিকের বিয়েসংক্রান্ত কেলেঙ্কারি সত্ত্বেও তিনি হায়দারাবাদে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি লোকজনের সঙ্গে অবাধে মেলামেশা করতেন এবং শহরের বাসিনদের আচার-আচরণ আয়ত্ত করেছিলেন। কার্কপ্যাট্রিকের রাজনৈতিক আনুগত্য ব্রিটিশের তুলনায় ‘নিজাম’ অর্থাৎ হায়দারাবাদের শাসকের প্রতি বেশি ছিল। এই কাহিনির কোনো কিছুই কখনো ইংরেজিতে অনুবাদ হয়নি এবং এই ভূখণ্ডে ঊনবিংশ শতাব্দীর দাক্ষিণাত্যের উর্দু অথবা ভারতীয় ধাঁচের ফারসিতে লেখা, যা গুটিকয়েক প্রবীণ হায়দারাবাদী ইসলামি চিন্তাবিদ ছাড়া আর কারো পক্ষে পাঠোদ্ধার করা তখন সম্ভব ছিল না। শ্রমসিদ্ধ গবেষণা আর সাহিত্যের আবেগ দিয়ে তৈরি এই উপন্যাস নিঃসন্দেহে যেকোনো ইতিহাসমনস্ক পাঠককে আলোড়িত করবে।
রক্তবীজ
মূল : পিটার ট্রিমেন
অনুবাদ : খসরু চৌধুরী
মূল্য : ২২০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
এটা হরর উপন্যাস; অর্থাৎ, এখানে আছে সেই ধরনের বিষয়বস্তু যা পাঠকের মনে আতঙ্ক জাগাবে। পৃথিবীর আতঙ্ক-জাগানো উপন্যাসগুলোর শীর্ষে রয়েছে ব্রাম স্টোকার-এর ‘ড্রাকুলা।’
পিটার ট্রিমেন-এর ‘রক্তবীজ’ও ড্রাকুলারই কাহিনি, যার মূল চরিত্র হিসেবে বিদ্যমান অন্ধকারের যুবরাজ কাউন্ট ড্রাকুলা, রচিতও হয়েছে ব্রাম স্টোকার-এর উপন্যাসটির মতো একই স্থান-ট্রানসিলভেনিয়াকে কেন্দ্র করে, কেবল এটার সময়কাল ‘ড্রাকুলা’-রও তিন শতাব্দী পূর্বের।
৪ খণ্ড আবিদ আজাদ-রচনাবলি
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য (নিয়মিত বাঁধাই) : ৩৫০০ টাকা
মূল্য (রেক্সিন বাঁধাই) : ৪০০০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি, লেখক ও সম্পাদক আবিদ আজাদ (১৬ নভেম্বর ১৯৫২-২২ মার্চ ২০০৫) ১৯৭৬ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের ঘটনা’ প্রকাশের পর পাঠকের কাছে নন্দিত এবং সমালোচকদের কাছে প্রশংসিত হন। তাঁর কাব্যগ্রন্থগুলোর মধ্যে ‘আমার মন কেমন করে’, ‘বনতরুদের মর্ম’, ‘শীতের রচনাবলী’, ‘আবিদ আজাদের প্রেমের কবিতা’, ‘তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে, রেলগাড়ি থামে’, ‘আরো বেশি কুয়াশার দিকে’, ‘হাসপাতালে লেখা’ উল্লেখযোগ্য। একগুচ্ছ উপন্যাসের মধ্যে ‘এইবেলা’, ‘রূপকথা’ অন্যতম। আবিদ আজাদের কবিতাবিষয়ক সাড়াজাগানো স্মৃতিজৈবনিক গ্রন্থ ‘কবিতার স্বপ্ন’। তিনি ছিলেন সাহিত্যের বিখ্যাত ছোটকাগজ ‘শিল্পতরু’র সম্পাদক। আবিদ আজাদের প্রকাশিত সকল কবিতাগ্রন্থ, অগ্রন্থিত কবিতাগুচ্ছ, উপন্যাস, কবিতাবিষয়ক স্মৃতিকথা, চিঠিপত্রের অনন্য সমাহার ৪ খণ্ডের আবিদ আজাদ-রচনাবলি।
বঙ্কিম-রবীন্দ্র সম্পর্ক-সন্ধান
লেখক : বদিউর রহমান
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৪৫০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
বাংলা সাহিত্যের দুই যুগন্ধর ব্যক্তিত্ব—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) এবং রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। জন্মসূত্রে বয়সের ফারাক দুই দশকের বেশি, তেইশ বছর। উভয়ের বিচরণক্ষেত্র সাহিত্যসাধন। একজন ‘সাহিত্য-সম্রাট’ অভিধায় অভিহিত, আরেকজন ‘বিশ্বকবি’ মর্যাদায় আসীন। সময়ের হিসেবে দুজনের সহ-অবস্থান তিন দশকের বেশি। ১৮৬১ থেকে ১৮৯৪—এই সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময় বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথকে একত্রে পেয়েছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে সে এক স্বর্ণযুগ। রবীন্দ্র-রচনা এবং আনুষঙ্গিক গ্রন্থ থেকে নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে এই গ্রন্থে। সংকলিত হয়েছে প্রাসঙ্গিক রচনাসমূহ।
নজরুল জীবনে প্রেমের এক অধ্যায়
লেখক : সৈয়দ আলী আশরাফ
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২১০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
“ যেদিন আমি ঐ দূর তারার দেশে চলে যাব—সেদিন তাকে বলো, এই চিঠি দেখিয়ে—সে যেন দুটী ফোঁটা অশ্রুর তর্পণ দেয় শুধু, আমার নামে! হয়ত আমি সেদিন খুশীতে উল্কা ফুল হয়ে তার নোটন-খোঁপায় ঝরে পড়ব…” এ বইতে নজরুল ইসলামের আটটি অপ্রকাশিত চিঠি প্রকাশিত হল। কয়েকটি চিঠির অংশবিশেষ ‘দিলরুবা’ পত্রিকার নজরুল-সংখ্যায় প্রকাশ হয়েছিল (‘দিলরুবা’, এপ্রিল, ১৯৪৯)। আবদুল কাদির সাহেব সেই অংশবিশেষগুলি তাঁর সম্পাদিত ‘নজরুল-রচনা-সম্ভার’ বইতে ছাপিয়েছেন। এই বইতে সম্পূর্ণ চিঠি ছাপানো হয়েছে।
রাজা রামমোহন রায় : চিন্তা ও গদ্যচর্চা
লেখক : সৈয়দ মবনু
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ১৮০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
রাজ্য নেই, তবু তিনি রাজা। নাম রামমোহন রায়। চিন্তক ছিলেন। তিনি রাজা ছিলেন মূলত চিন্তাজগতের। শুধু তাঁর সময়ের নয়, আজকেরও একজন শক্তিমান চিন্তক হিসেবে তিনি সর্বজনস্বীকৃত। তাঁর সব চিন্তা কিংবা কথার সাথে আমরা একমত নাও হতে পারি, তবে তিনি শক্তিমান চিন্তক ছিলেন, তাতে কমপক্ষে আমাদের কোনো দ্বিমত নেই।
শব্দের নৈবেদ্য
লেখক : এ. এন. এম. নূরুল হক
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ১৮০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
কবিতার সাথেই আমার প্রথম প্রেম। এই প্রেমের প্রবাহে কবিতা হয়ে যায় নারী আর নারী কবিতা. রবীন্দ্রনাথ, জীবনানন্দ, বোদলেয়ার আর গারসিয়া লোরকা—এই কবি চতুষ্টয়ের কবিতার নিস্যন্দে তৈরি হয়েছিল আমার কাব্যিক মন ও মননের পাটাতন।
জীবনের এক চরম সংকটকালে ধরে রাখতে পারিনি কবিতাকে। প্রেয়সী কবিতা আমাকে ছেড়ে চলে যায়। তবে দীর্ঘকাল ধরে তার সাথে চলতে থাকে প্রেম-বিরহের এক্কা-দোক্কা খেলা। তারপরও কবিতাই আমার হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেওয়া এক নৈসর্গিক সত্তা, সুন্দরের অভ্যর্থনা।
আসলে কবিতা এক আশ্চর্য প্রেমিকা। কখনো নিজেই এসে ধরা দেয়, আবার কখনো দিনরাত পিছু ছুটেও ধরা যায় না।
রুমির গভীর প্রেমালাপ
ইংরেজি অনুবাদ : আজিমা মেলিতা ও মারিয়াম মাফি
বাংলা অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ২৫০ টাকা
রুমির বয়স যখন ছত্রিশ, তখন তিনি একজন প্রতিষ্ঠিত পণ্ডিত ও ধর্মীয় নেতা হিসেবে সকলের সম্মানের পাত্র। ঠিক ওই সময়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ ঘটে ষাটোর্ধ্ব শামস তাবরিজীর, যিনি রুমির জীবনের ভিত্তিকে প্রকম্পিত, এক অর্থে বলা যায়, রুমির জীবনকে উলট-পালট করে ফেলেন। রুমি শামসকে মহান এক শিক্ষক হিসেবে স্বীকৃতি দান করেন এবং প্রথম সাক্ষাৎ থেকে তাঁর প্রতি নিবেদিত হয়ে যান। এই দুই ব্যক্তির সাক্ষাৎ ছিল দুটি প্রমত্তা নদীর মিলিত হওয়ার মতো। শামস জীবনভর এমন একজনের সন্ধান করছিলেন, যিনি সত্যিকার অর্থেই তাঁকে বুঝবেন এবং তাঁর জ্ঞান গ্রহণ করবেন। অবশেষে তিনি রুমির মাঝে তাঁর কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে যান। এরপর রুমি মহান এক সুফি কবিতে পরিণত হন।
রাশিয়া তুমি বড় বাজিকর!
শ্রেষ্ঠ কবিতা : নিকোলাই রুবৎসভ
অনুবাদ : শামসুদ্দোহা তৌহীদ
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ১৮০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
নিকোলাই রুবৎসভের কবিতা সহজ ভাষা ও গভীর ভাবনার সংমিশ্রণে অনন্য। তাঁর লেখার কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল তাঁর প্রিয় ভলগোদা ও রুশ উত্তরাঞ্চল। এ অঞ্চলেই তিনি নিজেকে বিকশিত করেন আর অনুভব করেন মানবজীবনের এক সূক্ষ্ম বোধ।
চিলড্রেন অফ হ্যাভেন (চলচ্চিত্র)
মূল : মাজিদ মাজিদি
মূল ফারসি থেকে অনুবাদ : মুমিত আল রশিদ
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ১৫০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
‘চিলড্রেন অফ হ্যাভেন’ কেবল মাজিদ মাজিদির অন্যতম সেরা চলচ্চিত্রই নয়, বরং পুরো ইরানি চলচ্চিত্রের সেরা সম্পদগুলোর একটি। এই সিনেমা দিয়েই তিনি অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ১৯৭৯ খ্রিষ্টাব্দের বিপ্লবের পূর্ব পর্যন্ত মাত্র একটি ইরানি চলচ্চিত্র অস্কার পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছিল। তবে বিপ্লব-পরবর্তী সময়ে বেশ কিছু সিনেমা বিভিন্ন বছরে অংশগ্রহণ করে। ২০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ১৯৯৯ খ্রিষ্টাব্দে ইরানের একটি চলচ্চিত্র অস্কারের সর্বশেষ ধাপে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকার সেরা পাঁচ চলচ্চিত্রের মধ্যে চলে আসে। সেটিই ছিল ইরানের এই বরেণ্য পরিচালকের ‘চিলড্রেন অফ হ্যাভেন’।
সহজ ভাষায় উলুমুল হাদিস
লেখক : উস্তাজ ফারহান জুবাইরি
অনুবাদ : মাসুদ শরিফ
মূল্য : ২০০ টাকা
বের করেছে : ‘ইলহাম’
নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শেষ নবি। নবিদের নেতা। জমিনে হাঁটা সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ। এজন্যই বুঝি এই বিষয়ে পড়াশোনার কিমাত এত চড়া। আমাদের ওস্তাদেরা বলতেন,নবিজির হাদিস নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া অনেক বড় সম্মানের। অনেক বড় সৌভাগ্যের। আমাদের ইমান-আমলের বেলায় সুন্নাহ আর হাদিস যেন অক্সিজেনের মতো। বলে বোঝানো যাবে না এর গুরুত্ব কতখানি। ইসলামের বয়ান তো কুরআন আর সুন্নাহর বয়ান। কুরআন বলে সাধারণ বিধি-কানুনের কথা। কুরআন আমাদের কিছু সাধারণ মূলনীতি দেয়; আর দেয় নীতি-নৈতিকতার পাঠ। সুন্নাহ এসব সাধারণ বিষয়কে সুস্পষ্ট করে আমাদের নিকট তুলে ধরে। নবিজির হাদিস কুরআনের আনলক কোড-অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সুন্নাহর ব্যাটারি ছাড়া কুরআনের টর্চ জ্বলবে না। খোদার পথের হদিস মিলবে না। কুরআনের শিক্ষা হয়ে থাকবে অসম্পূর্ণ। বোঝা যাবে না আল্লাহর বিধি-বারণ। হাদিসশাস্ত্র বিষয়ে প্রাথমিক জ্ঞান হিসেবে যা যা দরকারি মনে হয়েছে,এখানে তার নির্যাস রেখেছি। ইসলামের জ্ঞানরাজ্যে যারা নতুন,ভবিষ্যতে হাদিসশাস্ত্রে যারা মজবুত মোকাম গড়তে চান, এই নির্যাস তাদের সুললিত করবে।
ফতোয়া অধ্যয়নের মূলনীতি
লেখক : মাসুম আবদুল্লাহ
মূল্য : ২৪০ টাকা
বের করেছে : ‘ইলহাম’
যারা তাখাস্সুস ফিল ফিকহ ওয়াল ইফতা পড়ছেন বা পড়বেন কিংবা ফিকহ-ফতোয়া নিয়ে জানার আগ্রহ রাখেন তাদের জন্যই ‘ফতোয়া অধ্যয়নের মূলনীতি’। মাবাদিয়ুল ইফতা তথা ফতোয়ার পরিচয়-বৈশিষ্ট্য,ইতিহাস-ঐতিহ্য,পাঠ্য-হাওয়ালার কিতাবাদি,ফতোয়ার কিতাবাদিতে ব্যবহৃত সাংকেতিক বর্ণ-শব্দ ও পরিভাষা,ফতোয়ায় করণীয়-বর্জনীয়,ফতোয়ার নিয়ম-কানুন,মুফতির পরিচয়,দায়িত্ব ও কর্তব্য,রীতিনীতি ও আদব-কায়দা,মাযহাব পরিচিতি,চার মাযহাবের ইমাম,ইমামদের জীবনী,চার মাযহাবের কিতাবাদি,কিতাব পরিচিতি,এবং কিতাব পরিচিতির পথ-পদ্ধতিসহ ফিকহ-ফতোয়া ও ইফতা-সংশ্লিষ্ট অতি প্রয়োজনীয় নানা বিষয় জায়গা পেয়েছে এ কিতাবে।
ইতিহাসের ছিন্নপত্র (অবিভক্ত ভারতে সাম্প্রদায়িকতা ও শহিদ নজির)
লেখক : কায়কাউস
মূল্য : ৭৮০ টাকা
বের করেছে : গার্ডিয়ান পাবলিকেশন্স
সাতচল্লিশ থেকে চব্বিশ। উপমহাদেশের আধিপত্যবাদী মুসলিমবিদ্বেষী সাম্প্রদায়িক শক্তি আর তার দেশীয় ক্রীড়নক ফ্যাসিস্ট সহযোগীদের বিরুদ্ধে নিপীড়িত মুসলমান জনগোষ্ঠীর এক নিরন্তর রক্তাক্ত সংগ্রাম।
শহিদ নজীর থেকে আবু সাঈদ। নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার সংগ্রাম থেকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অভ্যুত্থান পর্যন্ত হাজার তরুণের আত্মত্যাগের এক রক্ত পিচ্ছিল দ্রোহযাত্রা।
১০০ হাদিসে কুদসি
লেখক : শায়েখ মুহাম্মাদ আওয়ামাহ
মূল্য : ২৪০ টাকা
বের করেছে : ‘ইলহাম’
ইসলামি শরিয়াহর প্রধান উৎস আল্লাহর কিতাব কুরআন। তার পরেই সুন্নাতুর রাসুল এর মাকাম। সুন্নাতের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে হাদিসে কুদসি। স্বাভাবিকভাবে হাদিস বলা হয় রাসুল – এর কথা,কাজ ও মৌন সম্মতিকে কিন্তু হাদিসে কুদসি বলা হয় যা রাসুল- মহান রব আল্লাহর নিকট থেকে ইলহাম তথা স্বপ্নযোগে,ওহির মাধ্যমে বা জিবরাইলের মাধ্যমে জেনেছেন এবং উম্মতকে তা নিজ ভাষায় বিবৃত করেছেন। এর মূলভাব ও অর্থ আল্লাহর এবং বাচনভঙ্গি ও প্রকাশের ভাষা রাসুল -এর। মুহাদ্দিসদের পরিভাষায় এরূপ হাদিসকে হাদিসে ইলাহিও বলা হয়ে থাকে। হাদিসের কুদসির বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যাবে,এর মূল প্রতিপাদ্য হচ্ছে মহান আল্লাহর সত্তা,তাঁর দেওয়া নিয়ামত,তাঁর সৃষ্টির রহস্য,প্রজ্ঞা,ভাগ্যনির্ধারণসহ বিবিধ দুরূহ বিষয়। যার মধ্যে অনেক আকিদা সংক্রান্ত বিষয়াদিও রয়েছে। বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস,ফকিহ ও মুহাক্কিক শাইখ মুহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ। সমকালে তিনি ইলমে হাদিসের বিশাল বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছেন। প্রাচীন অনেক হাদিসগ্রন্থের তাহকিক করে উম্মাহর জন্য ইলমের নতুন নতুন দুয়ার উন্মোচন করছেন। এই মহান মনীষী ৫০০ পৃষ্ঠার একটি কিতাব সংকলন করেছেন নির্বাচিত একশত হাদিসে কুদসি নিয়ে।
নবিজির ওফাত
লেখক : মুহাম্মদ মিযান বিন রমজান
মূল্য : ২২০ টাকা
বের করেছে : ‘ইলহাম’
বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র ৬৩ বছরে এমন এক সমাজ নির্মাণ করেছিলেন যা শতাব্দীর পর শতাব্দী মানুষের কাছে অনুসরণীয় হয়ে আছে। তার গড়া সমাজের প্রতিটি মানুষই ছিলো নীতি ও আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত। সেই আদর্শবান মানুষেরা তার প্রস্থানের পর যখন ইসলামের দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল,তখন তাদের চরিত্র,আদর্শ,মহানুভবতা,জীবনবোধ,মার্জিত সংস্কৃতি ও উন্নত রুচিবোধে আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। যে রাসুলের কথায় মক্কার মানুষগুলো বাপদাদার ধর্ম ত্যাগ করে সত্য ধর্ম ইসলাম কবুল করেছিলেন,নিজ বসত বাড়ির মায়া-কায়া ছেড়ে হিজরত করেছিলেন,এমনকি নিজ মা-বাবাকেও ত্যাগ করতে দ্বিধা করেননি তাঁর ইন্তেকালের খবর শোনার পর তাদের মানসিক অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমেয়। বক্ষমান গ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হওয়ার দিন থেকে শুরু করে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি বিষয়ে দলীলসহ সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে কিতাবটিতে।
অভিযোগনিউজবিডি২৪ ডেস্ক