Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৩

নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫

কাঁটা ও ফুল (উপন্যাস)

লেখক : ইয়াহইয়া সিনওয়ার

মূল্য : ৬৫০ টাকা

বের করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

‘আশ-শাওক ওয়াল কারানফুল’ (কাঁটা ও ফুল) ইয়াহইয়া সিনওয়ারের একমাত্র উপন্যাস। ২০০৪ সালে বিরশেবা কারাগারে বসে এর রচনা সমাপ্ত হয়। প্রচ্ছদে লেখা ছিল : ‘কারাগারের সঙ্গীরা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে লেখাগুলো গোপনে কপি করেন এবং যেকোনো উপায়ে সবার কাছে পৌঁছে দেন–এভাবে তারা পিঁপড়ার মতো খেঁটে বইটি আলোর মুখে এনেছেন।’ উপন্যাসে তিনি ১৯৬৭ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে নিয়ে ২০০১ সাল পর্যন্ত ফিলিস্তিনের, বিশেষত গাজার দুর্দশাপীড়িত জনজীবন, স্বাধীনতার সংগ্রাম ও রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বকে সত্যাশ্রিত ভাষায় তুলে ধরেছেন। বইটি প্রকাশিত হলে ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দুসহ অনেক ভাষায় অনূদিত হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় বইটিকে লেখক ইয়াহইয়া সিনওয়ারের মনস্তত্ত্ব বোঝার প্রধান উপকরণ বলে গণ্য করা হয়।

সহিহ হাদিসে বর্ণিত শানে নুজুল

লেখক : মুহাম্মাদ হাবীবুল্লাহ

মূল্য : ৭০০ টাকা

বের করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

আমাদের চারপাশে, বয়ানে-মাহফিলে, নানান ধরনের মজলিসে শানে নুজুলের নামে যা বলা হচ্ছে এবং লেখা হচ্ছে তার সবগুলোই কি শানে নুজুল? সিরাত, ইতিহাস ও তাফসির গ্রন্থে বর্ণিত কুরআনের আয়াতসংশ্লিষ্ট যেকোনো কাহিনিকেই শানে নুজুল বলা যায়? কিংবা ‘তারগিব-তারহিব’ নীতির দোহাই দিয়ে জাতপরিচয়হীন যেকোনো বর্ণনাকে শানে নুজুল আখ্যা দেওয়া যায়? এ জাতীয় কিছু প্রশ্নজাল ছড়িয়ে আছে, যেমনি শানে নুজুলের ক্ষেত্রে তেমনি ইসলামি জ্ঞানের নানা অঙ্গনেও।

যেভাবে কোরআন পড়া কোরআনের দাবী

লেখক : মওলবি আশরাফ

মূল্য : ২৭০০ টাকা

বের করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

কুরআন আল্লাহ পাকের বাণী, মালিকের তরফ থেকে বান্দার জীবন চলার পথনির্দেশিকা। এই পবিত্র কিতাবকে যেমন বিশুদ্ধভাবে সুন্দর আওয়াজে তেলাওয়াত করতে বলা হয়েছে, ঠিক তেমনি নির্দেশ করা হয়েছে এর প্রতিটি আয়াত নিয়ে গবেষণা ও চিন্তা-ফিকির (তাদাব্বুর ও তাফাকুর) করতে। ইরশাদ হয়েছে, ‘আমি আপনার উপর নাজিল করেছি অত্যন্ত বরকতময় এক কিতাব, যাতে তারা এর আয়াত নিয়ে গভীর চিন্তা-ফিকির করে এবং জ্ঞানী ও চিন্তাশীলরা তা থেকে শিক্ষা নেয়।’ (সুরা সোয়াদ, আয়াত ২৯) অথচ আমাদের সমাজে কুরআন কেবল তেলাওয়াতেই সীমাবদ্ধ। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই অর্থ না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে। কিন্তু শুধুমাত্র সওয়াব হাসিল করা কুরআন পাঠের উদ্দেশ্য হতে পারে না। ইবনুল কাইয়িম জাওযিয়া (রহ.) বলেন, ‘আল্লাহ কুরআন এই জন্যই দিয়েছেন যাতে চিন্তা ও গবেষণা করা হয়, সেই মোতাবেক আমল করা হয়। এগুলো থেকে মুখ ফিরিয়ে শুধু তেলাওয়াতের জন্য কুরআন নাজিল করা হয়নি।’ যদি অর্থ বুঝে কুরআন পড়ি, তাহলে আল্লাহর বলা আদেশ-নিষেধ সরাসরি আমাদের মনে প্রভাব ফেলবে। আর এটাই কুরআনের মূল উদ্দ্যেআল্লাহ আমাদের কী বলেছেন তা বুঝে যেন আমলে পরিণত করি। কুরআনই যদি না বুঝি, চিন্তা-ফিকির আসবে কোথেকে আর আমাদের মধ্যে পরিবর্তনই-বা আসবে কীভাবে?

রবীন্দ্রনাথে ভ্রমণ রচনাবলি

প্রচ্ছদ : ধ্রুব এষ

মূল্য : ৬০০ টাকা (১ম খণ্ড)

        ৫৬০ টাকা (২য় খণ্ড) 

বের করেছে : ঐতিহ্য

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

বাংলা ধ্রুপদি সাহিত্যের দীপ্তিমান নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সামগ্রিক রচনা (কবিতা, গান, উপন্যাস, গল্প, ইত্যাদি) সম্পর্কে আমরা সবাই কমবেশি অবগত। চিত্রকলায়ও তাঁর নিপুণ অঙ্কনশৈলী আমাদের আপ্লুত করে।

বহুবিধ প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল ভ্রমণ পিপাসা এবং পরবর্তীতে ভ্রমণ অভিজ্ঞতাকে ভ্রমণসাহিত্য হিসাবে বাংলা সাহিত্যে সংযোজন করেন। ১৮৭৮ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত তিনি বিশ্বের প্রায় ৩০টিরও অধিক দেশ ভ্রমণ করেছেন এবং প্রতিটি দেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও মানুষের জীবনযাত্রাকে তুলে এনেছেন তার লেখাতে। অবশ্যই একটি ব্যতিক্রমি ও সংগ্রহের মতো বই।

গণতান্ত্রিক আন্দোলনের সাত দশক : ইসলামপন্থি দলগুলোর ভূমিকা

লেখক: সরদার আবদুর রহমান

প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু

মূল্য : ৮৫০ টাকা

বের করেছে : ঐতিহ্য

পাকিস্তানি শাসনামলে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আদায় ও পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামপন্থি রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে দেখা গেছে সম্মুখ সারিতে। আওয়ামী লীগসহ ধর্মনিরপেক্ষ দলগুলো এবং ইসলামি দলগুলো একসঙ্গে এমনকি জোটবদ্ধভাবেও সরকারবিরোধী আন্দোলন করেছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিকার ও দাবিদাওয়া নিয়ে লড়াই করেছে। ১৯৪৮-৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলন থেকে ১৯৫৫-৭০-এর গণআন্দোলন, গণঅভ্যুত্থান ও নির্বাচনসমূহে উভয় ধারার সম্পর্ক রাজনৈতিক সংগ্রামে বলতে গেলে ছিল এক দেহে লীন হবার মতোই।  গত শতাব্দীর পঞ্চাশ দশক থেকে ২০২৪ অবধি গণতান্ত্রিক লড়াইয়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস তার অন্যতম অংশীদার ইসলামপন্থিরা। এই গ্রন্থে তারই একটি বৃহৎ চিত্র ফুটে উঠেছে।

◉ মেমোরিজ অব ৩৩ জুলাই (জুলাই গণঅভ্যুত্থানের কবিতা)

কবি : রুম্মানা জান্নাত

প্রচ্ছদ : রাজীব দত্ত

মূল্য : ২০০ টাকা

বের করেছে : ঐতিহ্য

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

স্বৈরাচারীর পতন হলে তোমারে নিয়া বাড়ি যাবো। আমাদের অন্তর পাখি হয়ে যাবে তখন। মনে হয় তিন শ কিলো দৌড়ায়াই চলে যাবো। গিয়ে দেখবো মা নামাজ পড়তেছে। মার পেছনে বসে আমার হাউমাউ করে কান্না আসবে। এতগুলা জান! এত রক্ত! খুনির পতন হলে ভাইরে নিয়া সারা পাড়া চিৎকার করে দৌড়াব। দৌড়াইতেই থাকব। এত আনন্দে শহীদদের কথা মনে কইরা আমাদের হয়তো আবার কান্না আসবে। এত আনন্দ এত কান্না নিয়া আমরা দৌড়াইতেই থাকব—

ঐতিহ্যের ২৫ বছরে ২৫ লেখকের কবিতার বই

একগুচ্ছ তুর্কি কবিতা

মূল তুর্কি থেকে অনুবাদ : সুনান খান

প্রচ্ছদ : নাওয়াজ মারজান

মূল্য : ২৫০ টাকা

তুর্কি সাহিত্য তার প্রাচীন ঐতিহ্য ও বহুমুখী সাংস্কৃতিক প্রভাবের জন্য বিশ্বসাহিত্যের দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘একগুচ্ছ তুর্কি কবিতা’ তুর্কি সাহিত্যের দুটি গুরুত্বপূর্ণ যুগের প্রতিনিধিত্ব করেছে। প্রথম অধ্যায়ে উঠে এসেছে প্রাচীন আনাতোলিয়ার ধ্রুপদি কবিতা, যা ‘দেওয়ানি সাহিত্যের সুফি কবিতা’ নামে বহুল পরিচিত। অন্যদিকে, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ‘তুর্কি সাহিত্যের আধুনিক কবিতা’। ভিন্ন দুই যুগের ভিন্ন ধারার এই কবিতাগুলো পাঠকদের রুচি ও চিন্তায় নতুন একটি মাত্রা তৈরি করবে।

কখনো পাহাড় কখনো অরণ্য

লেখক : ইশতিয়াক হাসান

প্রচ্ছদ : দেওয়ান আতিকুর রহমান

মূল্য : ৩৫০ টাকা

বের করেছে : ঐতিহ্য

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

আপনি পাহাড় পছন্দ করেন, অরণ্য আপনাকে টানে তাহলে বইটি আপনারই জন্য। আশ্চর্য এই অভিযানে কখনো নিজেকে আবিষ্কার করবেন বান্দরবানের দুর্গম কোনো পাড়ায়, কখনো আবার সিলেটের গহিন কোনো অরণ্যে। ছোট্ট কোনো মেয়ে হয়তো আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে হিমশীতল জল ঝরানো কোনো ঝরনার ধারে, কিংবা হঠাৎই বুনো হাতির তাড়া খাওয়ার রোমাঞ্চকর মুহূর্তে লেখকের সঙ্গী হবেন। বইটিতে অরণ্যের বন্যপ্রাণী-গাছপালার পাশাপাশি পাহাড়ের বৈচিত্র্যময় নানা জনগোষ্ঠীর জীবনও তুলে ধরেছেন লেখক মমতা নিয়ে। হয়তো এমন কোনো চরিত্রের সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে পড়তে পড়তে, মনে হবে ইস এখনই যদি মানুষটির সঙ্গে দেখা হয়ে যেত।

প্লেটোর সংলাপ : আয়ন

অনুবাদ : মো. শওকত হোসেন

প্রচ্ছদ : নাওয়াজ মারজান

মূল্য : ২১০ টাকা

বের করেছে : ঐতিহ্য

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

সংলাপের মধ্য দিয়ে সাহিত্যরস বজায় রেখে ক্ষুরধার যুক্তিযুক্ত কোনো দার্শনিক তত্ত্ব প্রকাশ করার এক অসাধারণ দক্ষতার ধারক ছিলেন প্লেটো (৪২৭/২৮-৩৪৮ খ্রি. পূর্বাব্দ)। তাঁর সংলাপ-গ্রন্থগুলো কেবল উচ্চতর দার্শনিক মতাদর্শের ধারক নয়, শিল্পমানের দিক থেকেও কালোত্তীর্ণ কাজের কাতারে অন্তর্ভুক্ত। ‘আয়ন’ নামক প্লেটোর সংলাপ-গ্রন্থটি কবি ও কাব্য-উপস্থাপকদের নিয়ে রচিত। 

সাধারণ লোকের কাহিনী (উপন্যাস)

লেখক: রশীদ করীম

প্রচ্ছদ : নাওয়াজ মারজান

মূল্য : ৩৫০ টাকা

বের করেছে : ঐতিহ্য

সকালবেলা পুবের ঐ মাঠ এবং মাঠের পাশের পথটির দৃশ্য এক অতি স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই দৃশ্যটি খুব

ছেলেবেলার কথা মনে পড়ে যায়। আব্বার কী কড়া শাসন ছিল। ছ’সাত বছর বয়স থেকেই, ঐ দুটি ছেলেও তাই নামাজ পড়তে বাধ্য হতাম। সবচাইতে কষ্ট হতো ‘আসর’- এর নামাজের সময়। সকলেই যখন খেলাধুলো করছে, সেই সময়টাতেই আমাকে নামাজ পড়তে হচ্ছে। তাই মনটা পড়ে থাকতো খেলার মাঠেই। ছেলেবেলার সেই নামাজ কবুল হয়েছে কি না আল্লাহই জানেন। ‘আলহামদুলিল্লাহ্’ তো পড়তেই হতো; কিন্তু সেই সঙ্গে একটি ছোট্ট ‘সুরা’ও জানা ছিল ‘কুলহু আল্লাহ’! এই দুটি ‘সুরা’ দিয়েই নামাজ সেরে খেলার মাঠে দৌড় দিতাম। অবশ্য, বয়স যতোই বাড়তে লাগলো আমাদের ওপর আব্বা তার নিয়ন্ত্রণ ততোই হারিয়ে ফেললেন।

ম্যালিসিয়াস গসিপ

মূল : খুশবন্ত সিং

অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু

প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না

মূল্য : ২৯০ টাকা

বের করেছে : ঐতিহ্য

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

খুশবন্ত সিংয়ের লেখনী তাঁর শত্রু ও মিত্র- দুই-ই সৃষ্টি করেছিল। তাঁর লেখার মূল বৈশিষ্ট্য, তিনি কারো মুখের দিকে তাকিয়ে লেখেননি। তাঁর লেখার ক্ষেত্রও ছিল ব্যাপক। রাজনীতির চুলচেরা বিশ্লেষণ থেকে চটুল বিষয় নিয়ে তিনি লিখেছেন সমান দক্ষতায়। তিনি আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করতেন যে দুটি দেশকে কখনো সীমান্ত, যুদ্ধ ও রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে বিভক্ত করা যায় না। উভয় দেশের সংকট-মুহূর্তে তিনি পাঠককে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করেছেন যে দুই দেশের জনগণের মধ্যে এখনো বিপুল ভালোবাসা, শুভেচ্ছা ও সহমর্মিতা বিদ্যমান।

হোদোরোস্কির আত্মজীবনী (চলচ্চিত্র)

দ্য ড্যান্স অব রিয়েলিটি : অ্যা সাইকোম্যাজিক্যাল অটোবায়োগ্রাফি

মূল : আলেহান্দ্রো হোদোরোস্কি

অনুবাদ : রুদ্র আরিফ

প্রচ্ছদ : মানব

মূল্য : ১০০০ টাকা

বের করেছে : ঐতিহ্য

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

যেন কামারশালার গনগনে আগুনের ভেতর পুড়ে লাল লৌহখ আচ্ছামতো পিটিয়ে, একেবার একেক গড়ন দিয়ে, ছুড়ে ফেলে দেওয়া বরফযুগের প্রাগৈতিহাসিক হারেমে! অগুনতি দেহস্পর্শে জীবনকে উষ্ণ করে নেওয়ার প্রচেষ্টা। তারপর নতুন গড়ন নিয়ে আবারও ফিরে আসা অন্য কোনো কালের কোনো কামারশালায়। অন্য কোনো নিরন্তর পিটুনিতে পুরনো গড়ন হারিয়ে, নতুন গড়নে অগ্নিভাস্কর্য থেকে হিমশীতল কাঠামোয় ফিরে ফিরে যাওয়ার এক ব্যাখ্যাতীত, মহাজাগতিক খেলা! জীবনকে এ রকমই বারবার ভাঙতে ভাঙতে বহুমুখীরূপে গড়ে তোলার খেলায় চালিত করেছেন চিলিয়ান-ফ্রেঞ্চ আভাঁ-গার্দ ফিল্মমেকার, অভিনেতা, কবি, কথাসাহিত্যিক, পাপেটার ও সাইকোশামান আলেহান্দ্রো হোদোরোস্কি। তার আত্মজীবনী তাই শুধু একজন ব্যক্তিবিশেষের জীবনগ্রন্থের ভেতর পরিধি হারায় না; বরং গভীরবোধী জীবন্বেষণের বিবিধ শাখা-প্রশাখাকে দেয় উসকে।

উত্তম পুরুষ

লেখক: রশীদ করীম

প্রচ্ছদ : ধ্রুব এষ

মূল্য : ৪০০ টাকা

বের করেছে : ঐতিহ্য

আলালের ঘরের দুলাল

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

লেখক : প্যারীচাদ মিত্র

প্রচ্ছদ : ধ্রুব এষ

মূল্য : ৩৫০ টাকা

বের করেছে : ঐতিহ্য

অভিযোগনিউজবিডি২৪ ডেস্ক

Facebook
Twitter
LinkedIn