সন্তানের ঈমান পরিচর্যা
লেখক : মুফতি সানাউল্লাহ মাহমুদ
অনুবাদ : মুফতি ফখরুল ইসলাম
মূল্য : ২০০ টাকা
বের করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/সন্তানের-ঈমান-পরিচর্যা-662x1024.jpg)
দোলনা থেকে কবর পর্যন্ত পুরো জীবন শরিয়তে ইসলামিয়ার আলোকে পরিচালিত করা একজন খাঁটি মুসলিমের দায়িত্ব ও কর্তব্য। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, পুরুষ বা মহিলা সবাই নিজেদের পূর্ণাঙ্গ জীবন পরিচালিত করবে শরিয়তের মানদণ্ডে। আর শরিয়তের আলোকে জীবন পরিচালনার সূচনা শিশুকাল থেকেই শুরু করা সর্বোত্তম! এতেই সর্বত্র দ্বীন পালনের এক অনুপম দৃশ্যের অবতারণা হবে।
তাই আমাদের এ আয়োজন সন্তানের ঈমান পরিচর্যা নিয়ে। বইটিতে শিশুদের জন্ম থেকে নিয়ে তাদের নাম রাখা, আকিকা দেওয়া, নামাজ, রোজা, জাকাত ও শরঈ বিভিন্ন বিষয়ের আলোচনা পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তোলবার পাশাপাশি প্রাথমিক আকিদা-বিশ্বাস বিষয়ক সংক্ষিপ্ত বর্ণনার চেষ্টা করা হয়েছে। বইটি শিশুবিষয়ক বিভিন্ন শরঈ ও আকিদা বিষয়ক জিজ্ঞাসার ক্ষেত্রে অভিভাবকদের সহায়ক হবে।
গল্পে গল্পে ইসলামি অর্থনীতি
লেখক : মো. মহি উদ্দিন
মূল্য : ২৩০ টাকা
বের করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/গল্পে-গল্পে-ইসলামী-অর্থনীতি-662x1024.jpg)
ইসলামি অর্থনীতির জটিল বিষয়গুলোকে খুব সহজ ভাষায় পাঠকের বোধগম্য করে লেখা হয়েছে গল্পে গল্পে ইসলামি অর্থনীতি বইটি। ইসলামি অর্থনীতি খুবই বিশাল একটি জগৎ। বইটি অধ্যয়ন করে একজন পাঠক ইসলামি অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে একটি বেসিক ধারণা পাবেন। যারা ইসলামি অর্থনীতি সম্পর্কে জানতে আগ্রহী কিন্তু বুঝতে পারছেন না কোন বইটি তাদের জন্য সহায়ক হবে।
ধর্মব্যাধি
লেখক : অলীন বাসার
প্রচ্ছদ : নাফিস ইফতেখার
অলংকরণ : তাপস সরকার।
মূল্য : ২০০ টাকা
প্রকাশ করেছে : বিশ্ব সাহিত্য ভবন
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/alin.jpg)
সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে গল্প লিখেছেন অলীন বাসার। তার নতুন বই ধর্মব্যাধি বইয়ে স্থান পেয়েছে সেই গল্পগুলো। যা উপস্থাপন করা হয়েছে সুন্দরভাবে। কিছুটা মজা করে। ছোট ছোট বাক্যে। কল্পনা আর বাস্তবতার মিশ্রণ আছে এতে। ধর্মব্যাধি বইয়ে আছে ১৭টি গল্প। প্রতিটি গল্পে আছে নতুন গল্প। একটার সাথে আর একটার মিল নেই। সবই এই সমাজের চিত্র। দৈনন্দিন জীবন যাপনে আমরা যা করতে চাই না, কিন্তু অহরহ করতেই থাকি, সেগুলোই বলার চেষ্টা করা হয়েছে গল্পগুলোতে। বইটি পাবেন- অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান। ১৯৮ ১৯৯ ২০০ ২০১ নম্বর স্টলে।
শাপে বর
লেখক : কমলেশ রায়
প্রচ্ছদ : মানব
অলংকরণ : তাপস সরকার।
মূল্য : ১৬০ টাকা
প্রকাশ করেছে : পাঞ্জেরী পাবলিকেশন্স
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/kamles-da.jpg)
বইমেলায় কমলেশ রায়ের মজার রম্যগল্পের বই: ‘শাপে বর। রম্য মানেই অঢেল মজা আর সুখপাঠ্যের গভীরতা। হাসি-তামাশার আড়ালে লুকিয়ে থাকা বেদনা, গভীর কোনো বোধ, শিক্ষণীয় কথা, সমাজের অসামঞ্জস্যতাও তো ঘাপটি মেরে থাকে রম্যর পরতে পরতে। এই বইয়ে রয়েছে পাঁচটি রম্যগল্প- টি-শার্ট, চায়ের কাপ, সেই রাতে, মেঘরাত্রির আলাপন ও শরতের একদিন। এক মলাটে সরস গল্পের অনবদ্য এক ভাণ্ডার। গল্পগুলো আমাদের হাসায়, কাঁদায়, ভাবায় এবং শেখায়। জীবন মানেই লড়াই। বিপদে, আপদে ঘেরা। তারপরও জীবন সুন্দর। আনন্দময়। বেঁচে থাকার চেয়ে বড় ‘শাপে বরআর কী হতে পারে! বইটি পাওয়া যাচ্ছে ২৯ নম্বর প্যাভিলিয়নে।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা : অর্ধশতাব্দীর চালচিত্র (১৯৭০-২০২৪)
লেখক : সরদার আবদুর রহমান
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ৭০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
একটি দেশের গণতন্ত্র কতটা বিকশিত ও দৃঢ়মূল হতে পারছে সেটি প্রধানত তার নির্বাচন ব্যবস্থার ধারাবাহিকতা ও স্বচ্ছতার ওপর নির্ভরশীল। বাংলাদেশের অর্ধ শতাব্দী অতিক্রান্ত হওয়া পর্যন্ত যে গণতান্ত্রিক প্রক্রিয়া তার বিকাশে ও স্থিতিশীলতায় নির্বাচনি ব্যবস্থার সর্বাধিক অবদান থাকার কথা ছিল। কিন্তু গণতন্ত্রকে সংকুচিত করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার হীন বাসনায় কি জাতীয় নির্বাচন আর কি স্থানীয় সব ব্যবস্থাকেই প্রায় ধ্বংস করে ফেলা হয়। শীর্ষ থেকে শিকড় পর্যন্ত এক নির্বিচার পীড়নযজ্ঞ চলে মানুষের ভোটাধিকারের ওপর। স্বাধীনভাবে প্রার্থী হতে না পারা এবং মুক্তমনে ভোট দিতে না পারার, বেদনায় জর্জরিত হতে থাকে নাগরিক মন। এরই বিস্তৃত বিবরণ এই গ্রন্থে বিধৃত হয়েছে।
◉ পরিবেশবাদী সাহিত্যপাঠ
(রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ ও জীবনানন্দ)
লেখক : সঞ্জয় সরকার
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২৬০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
উন্নত বিশ্বে পরিবেশ দূষণ ও তার মারাত্মক প্রভাব পৃথিবীকে দিনদিন বসবাস অনুপযোগী করে তুলছে। সাহিত্য মূলত প্রকৃতির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। সাহিত্য সমালোচনায় বর্তমান সময়ে পরিবেশবাদী চিন্তাচেতনা নতুন ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। সুপ্রাচীনকাল থেকেই সচেতন সাহিত্যস্রষ্টাগণ ভূ-প্রকৃতি ও সবুজ পৃথিবীর বন্দনা করে গেছেন। আধুনিক বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও জীবনানন্দ দাশের ন্যায় শক্তিশালী ত্রয়ী লেখকের সাহিত্যকর্মে ছড়িয়ে আছে সুপ্রচুর বনভূমি ও প্রচলিত-অপ্রচলিত তৃণলতাদি। এই গ্রন্থে ত্রয়ী লেখককে যেমন পরিবেশসচেতন এক একজন মানুষ হিসেবে পাওয়া যাবে তেমনি পরিবেশের মারাত্মক ভঙ্গুর অবস্থাকে তাঁরা কীভাবে বর্ণনা করেছেন তা সচেতন জনগোষ্ঠীর সামনে উপস্থাপন করা যাবে। কবি ও ঔপন্যাসিক হিসেবে আলোচিত তিনজন লেখককে কেবল সাহিত্যিক হিসেবেই নয়, উদ্ভিদতত্ত্ববিদ হিসেবেও নতুন করে তাঁদের সাক্ষাৎ পাঠক পাবেন।
হেমন্তের দিনে (গল্প)
লেখক: পাপড়ি রহমান
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২২০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Hemonter-Dine-670x1024.jpg)
পাপড়ি রহমানের লেখালিখি সমাজ-রাজনীতি-বিরহিত বা বিবর্জিত কোনো আকাশকুসুম কল্পনা নয়। তিনি মানুষজীবনের বিপন্নতা, আবেগ, স্মৃতি, সুখ-দুঃখ, আনন্দ-বিষাদ নিয়ে বিস্তর লিখেছেন। তাঁর ভূগোল বিস্তৃত গোটা বাংলাদেশ। পাপড়ির গল্পে লোকসাহিত্যের ব্যবহারে মুনশিয়ানা নজরে পড়ে খুব আন্তরিকভাবে। সমাজ-মানুষের অভিঘাতে পাপড়ি রহমানের গল্প পাঠক মনে তৈরি করে নতুন অভিঘাত। নতুন এই গল্পগ্রন্থে হেমন্তের রূপকে পাপড়ি রহমান মূলত বলতে চেয়েছেন মানুষের জীবনে উদিত ঋতুসমুদয়ের গল্প।
মাধবীলতা (উপন্যাস)
লেখক : শাহাদাত হোসেন সুজন
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২০০ টাকা
মাধবীলতা নিজের অবস্থানে দাঁড়িয়েই রইল। পেছন থেকে ছোট সাহেবকে ডাকার ক্ষমতা মাধবীলতার নেই। আর কোনোকালেও তা ছিল না। নিজেকে আর ধরে রাখতে পারছে না সে। দু-চোখের কোনা বেয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগল তার। বুকের ভেতরটা থেকে থেকে কেমন যেন মোচড় দিয়ে উঠছে। নিশ্বাস ভারী হয়ে আসছে। রাজকুমারের হাতটা ধরে তার বাহুতে মাথা দিয়ে অঝোরে কাঁদতে লাগল মাধবীলতা…।
রুমি’স লিটল বুক উইজডম
মূল : মরিয়ম মাফি
অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৩৪০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
রুমি গবেষক মরিয়ম মাফি ‘দ্য লিটল বুক অব উইজডম’-এ আন্তরিকতার সঙ্গে ও তাঁর পাণ্ডিত্য দিয়ে রুমির রচনা থেকে জীবন-সঞ্চারী সেরা উদ্ধৃতিগুলো সংকলন ও ইংরেজিতে অনুবাদ করে বিপুল জনসমষ্টির কাছে রুমির বক্তব্যকে সহজ করে তুলে ধরেছেন। বইটিতে রুমির সূক্ষ্ম কৌতুক, তাঁর কথা বলার চমৎকার ধরন এবং তাঁর ইঙ্গিতপূর্ণ প্রেম ধারণ করেছেন। আজকের মিডিয়া-নির্ভর জীবনে আমরা প্রতিদিন মৃত্যু ও ধ্বংসের খবর দ্বারা ক্ষতবিক্ষত। আমাদের প্রয়োজন রুমির দৃঢ় আস্থার সার্বক্ষণিক স্মরণ যে, শুধু ভয়কে পদানত করতে পারে শুধু আশা এবং মরিয়ম মাফি এই বার্তা সুস্পষ্টভাবে ‘রুমি’স লিটল বুক অব উইজডম’-এ তুলে ধরেছেন।
বরফ (নাটক)
মূল : সৌরভ শুক্লা
মূল হিন্দি থেকে অনুবাদ : সফিকুন্নবী সামাদী
মূল্য : ২৩০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Borof-669x1024.jpg)
‘বরফ’ নাটকে আছে কাশ্মীরের গল্প, কিন্তু না এ সেনাসদস্যদের গল্প, না জেহাদিদের গল্প। বরং এটি দরিদ্র-অসহায় মানুষের গল্প, সংবেদনশীল মানুষের গল্প। এক নারীর গল্প, একজন মায়ের গল্প। নাফিসা-গোলাম রসূল দম্পতি এমন এক গ্রামে বাস করে যেখান থেকে বছর তিনেক আগে অন্য সকল গ্রামবাসী চলে গেছে জেহাদি এবং সেনাবাহিনীর সংঘর্ষের ভয়ে। নাফিসার গর্ভকালে এমনি এক সংঘর্ষের সময় পালাতে গিয়ে গর্ভপাত ঘটে। সন্তানশোকে উন্মাদপ্রায় নাফিসা একটা রবারের পুতুলকেই নিজের পুত্র মনে করে। এক রাতে সে গোলাম রসূলকে বাধ্য করে এই পুতুলের চিকিৎসার জন্য ডাক্তার কৌলকে নিয়ে আসতে। বাস্তব এবং বিভ্রমের দ্বন্দ্বের ভেতর দিয়ে এগিয়ে চলে এই নাটক।
ছোটদের চয়নিকা
সংগ্রহ ও সম্পাদনা : দীপংকর চক্রবর্তী
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৬০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Chotoder-Choyonika-797x1024.jpeg)
কবিতার সঙ্গে মানুষের সম্পর্ক জন্মান্তরের। ছাপা বই-এর প্রচলন হবার অনেক আগে, এমনকি যখন মানুষ লিখতে শুরু করেনি, তখনও কবিতা ছিল। নিজের মনের কথাকে অন্ত্যমিলের শিকল পরিয়ে ছোট পরিসরে ধরে রাখার চেষ্টা ছিল মানুষের। আজকের যুগে অবশ্য কবিতা রচিত হবার পর হাতে লেখা হয়। যারা কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত তারা নিজের লেখাকে সেখানে লিখে রাখেন। ছাপা হয়ে বই-এর আকারেও প্রকাশিত হয় কবিতা। কিন্তু দীর্ঘদিনের অভ্যাসের কারণে আবৃত্তির একটা শিল্পরূপ তৈরি হয়েছে। আবৃত্তি ধীরে ধীরে একটি আবশ্যিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর নাম দেওয়া হয়েছে বাচিক শিল্প।
পৈশাচিক ১
মূল : ডেনিস হুইটলি
অনুবাদ : খসরু
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২২০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হঠাৎ ব্রিটেন একের পর এক যুদ্ধজাহাজ হারাতে লাগল আটলান্টিকে। অ্যাডমিরাল চূড়ান্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও কেন যেন শেষরক্ষা হচ্ছে না। যুদ্ধজাহাজগুলোর গমনপথের পরিকল্পনা জেনে ফেলছে শত্রুপক্ষ। দিশাহারা হয়ে ওয়ার ক্যাবিনেটের স্যার পেলিনর গোয়াইন-কাস্ট ছুটে এলেন ডিউক দ্য রিচলুর কাছে। লম্বা আলোচনা এবং নানা দিক বিবেচনা করার পর ডিউক এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই অপকর্মের জন্য নাৎসিরা যেহেতু প্রচলিত কোনো পদ্ধতি ব্যবহার করছে না, তাহলে অবশ্যই তারা ব্যবহার করছে অপ্রচলিত কিংবা অতিপ্রাকৃত পদ্ধতি। সোজা কথায় যাকে বলে-ব্ল্যাক ম্যাজিক। ডেনিস হুইটলির বিখ্যাত এই পিশাচ কাহিনিটি পড়ুন আর রোমাঞ্চিত হন।
ঐতিহ্যের আরও কয়েকটি বই-
সাম্য
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ১৫০ টাকা
খেলারাম খেলে যা
লেখক : সৈয়দ শামসুল হক
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৫৮০ টাকা
বনের পাশে বৃহন্নলা (কবিতা)
আতিদ তূর্য
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ২০০
অভিযোগনিউজবিডি২৪ ডেস্ক