নবি মোর পরশমনি
লেখক : মুহাম্মদ মুঈনুদ্দীন
মূল্য : ২৫০ টাকা
প্রকাশ করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/1-665x1024.jpg)
প্রিয় নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্র মানুষের জন্য চিরন্তন এক আদর্শ। তাঁর জীবনে এমন কোমলতা, দয়া, ক্ষমাশীলতা এবং আন্তরিকতার সমাহার ছিল, যা মানবজাতিকে বারংবার নতুন করে ভাবিয়ে তোলে। তাঁর মুখমণ্ডলের সৌন্দর্য, কথার মাধুর্য, আচরণের নম্রতা এবং অসীম ধৈর্যের সৌন্দর্য এমনই ছিল যে, তা বহু হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছে। অত্যাচারিত, বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত মানুষ তাঁর সান্নিধ্যে এসে শান্তির আশ্রয় খুঁজে পেয়েছে, সমতা ও ন্যায়ের আশ্বাস পেয়েছে। বক্ষ্যমাণ গ্রন্থে প্রিয় নবিজির জীবন ও চরিত্রের বিশদ বর্ণনা তুলে ধরা হয়েছে। নবিজির পবিত্র অবয়বের সৌন্দর্য, তাঁর কথা বলার সুর, আচরণের কোমলতা, শত্রুর প্রতি উদারতা এবং মানবজাতির প্রতি তাঁর অগাধ স্নেহ ও ভালোবাসা এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। এই বইটি শুধুমাত্র নবিজির জীবনের ঘটনাবলি তুলে ধরবে না; বরং তাঁর জীবনাদর্শ, নৈতিক গুণাবলি এবং মানবিকতাকে পাঠকের হৃদয়ে জীবন্ত করে তুলবে, যাতে তাঁর শিক্ষা ও আদর্শ আমাদের জীবনেও প্রতিফলিত হয়।
রাসুলকে নিবেদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা
লেখক : জুবায়ের রশীদ
মূল্য : ৪৩০ টাকা
প্রকাশ করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2024-11-26-at-10.49.03-AM-250x389-1.jpg)
বাংলা ভাষায় এমন অসংখ্য কবির আগমন ঘটেছে যারা কবিতায়- ছন্দে, চিত্রকলায়, রূপক উপমায় ও প্রতীকি ব্যবহারে ফুটিয়ে তুলেছেন প্রিয়নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবিজীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া আখ্যান কবিতার মোহন ভাষায় বর্ণনা করেছেন। অভিনব ছন্দের ঝংকারে লিখে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরের অনুপম সৌন্দর্যের কথা। রচনা করেছেন নবিপ্রেমের কালজয়ী কবিতা, যা আপন শিল্পশক্তিতে সূর্যের ঔজ্জ্বল্য নিয়ে মিনারের মতো দাঁড়িয়ে আছে বাংলা সাহিত্যে।
স্বাস্থ্য বিষয়ক বই-
লিভার : জানুন এবং ভালো থাকুন
লেখক : অধ্যাপক মোহাম্মদ আলী
প্রচ্ছদ : জুনায়েদ মোর্শেদ পাইকার
মূল্য : ৪০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Livar-673x1024.jpg)
মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অঙ্গ লিভার। এই অঙ্গটি সম্পর্কে জানা এবং এর পরিচর্যা করা আমাদের স্বাস্থ্যের জন্য খুব দরকারি। লিভারের রোগের বিধ্বংসী পরিণতিগুলো খুব কষ্টকর। অথচ বেশিরভাগই সচেতনতা এবং সময়মতো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিরোধ ও কার্যকরী চিকিৎসা সম্ভব।
সাধারণ মানুষের জন্য লিভার এবং এর কার্যাবলি সম্পর্কে সহজভাবে ব্যাখ্যা করতে, লিভারের বিভিন্ন রোগ সম্পর্কে গভীরভাবে জানতে এবং উপলব্ধ চিকিৎসার দিক-নির্দেশনা দিতেই লিখিত হয়েছে এই বই। লিভারের সাধারণ রোগ হেপাটাইটিস থেকে জটিল অবস্থা লিভার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বইটিতে দেখানো হয়েছে কীভাবে সহজ জীবনধারার পরিবর্তন এবং সচেতনতা এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।
এই বইয়ের মাধ্যমে পাঠক লিভারের কার্যাবলি, এর প্রতি হুমকি সৃষ্টি করা রোগ এবং তার উপলব্ধ চিকিৎসা ও সার্জারি সম্পর্কে স্পষ্ট এবং সহজলভ্য তথ্য পাবেন। এছাড়াও, স্বাস্থ্যকর অভ্যাস, টিকা গ্রহণ এবং সম্ভাব্য সমস্যাগুলোর প্রাথমিক শনাক্তকরণের মাধ্যমে কীভাবে লিভারকে সুরক্ষিত রাখা যেতে পারে তাও সহজে জানতে পারবেন।
রক্তাক্ত ভূখণ্ড
লেখক : আসলাম রাহি
মূল্য : ৭০০ টাকা
প্রকাশ করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/রক্তাক্ত-ভূখণ্ড-650x1024.jpg)
সহস্র বছরের ইসলামের গৌরবময় ইতিহাসের অকুতোভয় বীরদের একজন মিসরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স আল জাহির। তিনি ছিলেন মামলুক সালতানাতের প্রতিষ্ঠাতা। ত্রয়োদশ শতাব্দীর সূচনালগ্নে যখন মোঙ্গলদের চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত বর্তমান কাজাখাস্তানের মুসলিম জনগোষ্ঠী,তখন সেই অবরুদ্ধ জনপদে জন্মগ্রহণ করেন রুকনুদ্দিন বাইবার্স। কিশোর বয়সেই রণবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন বাইবার্স। ১২৪৮ সালে সপ্তম ক্রুসেড যুদ্ধে ফ্রান্সের রাজা নবম লুইকে পরাজয় বরণ করানো বাহিনীর এক দুঃসাহসী সৈন্য ছিলেন। চার বছরের সেই যুদ্ধে মুসলিম সেনাপতি নিহত হলে নেতৃত্বশূন্য মুসলিম সৈন্যলের সেনাপতির দায়িত্ব পালন করেন বাইবার্স। ১২৫০ সালে তিনি রাজা নবম লুইকে পরাজিত করে ক্রুসেডারদের দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দেন। আপসহীন বাইবার্স ১২৬০ সালে আইন জালুত যুদ্ধে মোঙ্গলদের শোচনীয়ভাবে পরাজিত করেন। আইন জালুত যুদ্ধে পরাজয়ের ফলে মোঙ্গল শক্তির বিশ্ব কর্তৃত্বের স্বপ্নভঙ্গ হয়। এই যুদ্ধ আফ্রিকা ও ইউরোপে ইসলামি সভ্যতার শির উঁচু করে। যুদ্ধে অসামান্য বীরত্বের পর বাইবার্স ১২৬০ সালের শেষার্ধে মিসরের সিংহাসনে আরোহণ করেন। ক্রুসেডের ইতিহাসে আক্ষরিক অর্থে সবচেয়ে সফল বাইবার্সকে দ্বিতীয় সালাহউদ্দিন বলা হয়। সুলতান রুকনুদ্দিন বাইবার্স ইসলামের ইতিহাসে এক অনুপ্রেরণার নাম। ফ্রান্সের রাজা নবম লুই ও হালাকু খানকে পরাজিত করার পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে এই উপন্যাস।
আউলিয়া আল্লাহ
লেখক : পীরজাদা কাজী মোহাম্মদ রিদওয়ানুল মোস্তফা
মূল্য : ৭০০ টাকা
প্রকাশ করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’
ছদ্মবেশে থাকেন গোয়েন্দাগণ। দৃষ্টিসীমায় থেকেও তারা দৃষ্টিবহির্ভূত জগতে বাস করেন। সাধারণের চোখ তাদেরকে চিনতে পারে না,বুঝতে পারে না তাদের ক্ষমতা। তেমনিভাবে হৃদয়ের গোয়েন্দা হলেন আল্লাহর বন্ধু-আউলিয়াগণ। সবার চোখে অতিসাধারণ হলেও তারা আল্লাহপাকের পক্ষ থেকে লাভ করেন অসাধারণ কিছু ক্ষমতা ও গুণাবলি। যা বুঝা সাধারণের জন্য বেশ কঠিন। তাঁরা সবার সাথে আছেন,কিন্তু কারো সাথে নেই। আল্লাহপাকের সৃষ্টিজগতে তারা এক রহস্যময় চরিত্র। কেউ তাদের চিনে-বুঝে,আবার অধিকাংশই ‘চিনে না-বুঝে না’। আউলিয়াগণ জগতবাসীর জন্য আল্লাহপাকের রহমতস্বরূপ। জগতবাসী তাঁদের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন আল্লাহপাকের সাথে। তাঁরা দুনিয়ার পথহারা মানুষের জন্য হেদায়াতের আলোকবর্তিকা। তাঁদের সান্নিধ্য ও নুরের আলোতে মিলবে আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য অর্জনের অপূর্ব সুযোগ। আল্লাহপাকের নৈকট্যধন্য সাধক-পুরুষ আউলিয়ায়ে কিরামগণ সম্পর্কে আধুনিক সময়ের লোকজন খুব কমই জানে; ইসলামিক প্রাচীন জ্ঞান-বিজ্ঞানের বিলুপ্তি,ধর্ম ও আধ্যাত্মিকতা সম্পর্কে অজ্ঞতাসহ যার বিভিন্ন কারণ রয়েছে। গ্রন্থটি পাঠে মিলতে পারে আল্লাহর নৈকট্যধন্য বান্দা-আউলিয়াগণ সম্পর্কে সামান্য ধারণা।
* কায়রো ট্রিলজি
প্যালেস ওয়াক
মূল : নাগিব মাহফুজ
অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Cairo-Palace-Walk-665x1024.png)
‘কায়রো ট্রিলজি’ নাগিব মাহফুজের সেরা সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত। এই ট্রিলজি লেখককে বিশ্বখ্যাতি এনে দেয়। আধুনিক আরবি সাহিত্যে প্রথম পারিবারিক কাহিনি ‘কায়রো ট্রিলজি’। বিশাল এ উপন্যাসটির একই কাহিনিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্যালেস ওয়াক, প্যালেস অব ডিজায়ার ও সুগার স্ট্রিট। কায়রোর যে এলাকায় মাহফুজ বেড়ে উঠেছিলেন, সেখানকার এক পিতৃতান্ত্রিক পরিবারের তিনটি প্রজন্মের কথা উঠে এসেছে উপন্যাসে।
কাব্য ও নাট্য : কাব্যনাট্য
লেখক : শান্তনু কায়সার
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ৩৭০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
সাধারণ বিবেচনায় কাব্যে লেখা নাটককেই কাব্যনাটক বলা যায়। কিন্তু ছন্দে রচিত কবিতা যেমন কবিতা নয়, তেমন নাটক কাব্যে রচিত হলেই তা কাব্যনাটক হয় না। কাব্য ও নাটক উভয়ের শর্ত পূরণ এবং পরস্পরের মধ্যে আত্মস্থ বাহুল্যবর্জিত ও অপরিহার্য হয়ে নিজেকে সমৃদ্ধ করে যে শিল্পমাধ্যম তাই কাব্যনাটক বা কাব্যনাট্য।
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Kabbo-o-Natto-Kabbo-662x1024.jpg)
সাঁতার
খালেদ মাহমুদ (কবিতা)
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Satar-663x1024.jpg)
কাল হতে কালান্তরে, মহাকালের গভীরে সাঁতার কাটছে জীবন। সৃষ্টির শুরুতেই তৈরি হয় সাঁতারের পথ। সেই পথ হতে পারে উৎফুল্লতায় ভরা কিংবা হতে পারে কণ্টকাকীর্ণ। জীবনের উদ্গিরণের দিকে তাকিয়ে থাকে মহাসাগর। উল্লাসের দিকে তাকিয়ে থাকে মহাকাল। মুসাফির বারবার ফিরে আসে তার আত্মার সান্নিধ্যে। যে যৌবন নাড়িয়ে দিয়েছিল তার অস্তিত্ব, তার দিন-রাত্রি, কাল-মহাকাল। জীবনের খোলস বিদারী বেতার বাতাসে ছড়ায় বিজয়ের গান। জীবন মানেই বিজয়। সাঁতার মানেই বিজয়ীর ঘর্মাক্ত দেহ মন, কর্ম, ক্লেদ ও কাম। কবিতাতো বোনা হয় শুধু বিজয়ের জন্যই। কবিতো সাঁতার কাটেন অনবরত কবিতার জন্যই। কবিতা মানে জীবন। জীবন মানে সাঁতারুর জলকেলি। মহাকালের শ্রুতিমধুর বয়ান।
ট্রেন টু পাকিস্তান
মূল : খুশবন্ত সিং
অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৩৯০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Train-to-Pakistan-662x1024.png)
সাল ১৯৪৭। ব্রিটিশরা ভারতবর্ষকে ভাগ করে দিয়েছে দুটি দেশে। হিন্দু ভারত ও মুসলিম পাকিস্তান। প্রায় এক কোটি মানুষ সদ্য চিহ্নিত সীমান্ত অতিক্রম করে তাদের নতুন গন্তব্য, নতুন দেশ বেছে নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িত হলো। নিহতের সংখ্যা দশ লাখে পৌঁছল। সেই শঙ্কাপূর্ণ দিনগুলোতেও সীমান্তের নিকটবর্তী কিছু কিছু গ্রাম ছিল শান্তির নীড়। কিন্তু সীমান্তের উভয় পারে হিন্দু-মুসলমান দাঙ্গায় নিহতের সংখ্যা যখন বাড়তে থাকে পাকিস্তান ও ভারত অভিমুখী শরণার্থীর ঢলও বেড়ে চলে। দাঙ্গার মর্মস্পর্শী কাহিনি, নৃশংস হত্যাকাণ্ডের খবর সীমান্তবর্তী গ্রামগুলোতেও অজানা বিপদের ছায়া বিস্তার করে। ভারত বিভাগের পটভূমিতে লেখা খুশবন্ত সিং-এর উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’-এ নিখুঁতভাবে প্রতিফলিত হয়েছে। শিখ ও মুসলমানদের মধ্যে বিদ্যমান শত শত বছরের পুরনো ধর্মীয় ঘৃণা বিদ্বেষের মাঝে সেতুবন্ধন সৃষ্টির প্রয়াস হিসেবে শিখ যুবকের সঙ্গে মুসলিম বালিকার প্রেমের ঘটনাও প্রাধান্য পেয়েছে এই উপন্যাসে।
সে এক ফলের ঘ্রাণ
লেখক : আব্দুর রহমান জিদান
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ২০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
মৃত্যুর মতো করে একবার ডাক দিয়ে দেখো, আমি সাড়া দেবো নিশ্চিতভাবেই, বেদনার মতো করে একবার ডাক দাও যদি, তুমি অবিকল আমাকে পাবেই।
দাস্তান-এ-গদর
সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষদর্শীর বয়ান
মূল : জহির দেহলভি
অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু
মূল্য : ৫৬০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
জহির দেহলভি শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের দরবারের একজন তরুণ সেবক এবং খ্যাতিমান উর্দু কবি ইব্রাহিম জওকের শাগরেদ ছিলেন। ১৮৫৭ সালে সংঘটিত সিপাহি বিদ্রোহে বিপর্যয় ও মোগল সাম্রাজের অবসান এবং ব্রিটিশরাজের পরিপূর্ণ কর্তৃত্বে অধিষ্ঠিত হওয়ার মতো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। জহির যখন তাঁর মৃত্যুশয্যায়, তখন এই স্মৃতিকথা লিখেছেন। ব্রিটিশ গোলামির শৃঙ্খল থেকে ভারতবাসীর প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম ১৮৫৭ সালের বিদ্রোহের সাক্ষী দিল্লিবাসী জহির দেহলভির দাস্তান-এ-গদর একটি তথ্যসমৃদ্ধ গ্রন্থ। তাঁর উপস্থাপনার বৈশিষ্ট্যের কারণে পাঠকেরা নিজেদের সিপাহি বিদ্রোহের সময় সংঘটিত ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দেখতে পাবেন।
ফিন্টেক আসছে, সম্ভ্রান্ত ব্যাংকারগণ, সিট বেল্ট বাঁধুন
লেখক : শওকত হোসেন
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Fintech-653x1024.jpg)
প্রযুক্তি বদলে দিচ্ছে পৃথিবী। ১৫ বছর আগে কেউ ভাবেনি মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো যাবে। অথচ আজ শুধু টাকা পাঠানো নয়, সঞ্চয় করা, পণ্য বা সেবার বিনিময়ে পেমেন্ট করা, বিল পরিশোধ করা, ঋণ নেওয়া সবই করা যায়। মোবাইল সেট-টা যেন একটা ছোটখাটো ব্যাংকের শাখাতে পরিণত হয়েছে। বিদেশে আরো অনেক উদ্ভাবন ঘটেছে। ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচুর অর্থ তোলা হচ্ছে, চেহারা স্ক্যান করে কে-ওয়াইসি’র কাজ সেরে নিচ্ছে। ব্লক চেইন, ক্রিপ্টো কারেন্সি, পিয়ার টু পিয়ার (পিটুপি) বা ব্যক্তি থেকে ব্যক্তিকে ঋণ দেওয়া, রবো-অ্যাডভাইজরি ইত্যাদি বিভিন্ন দেশে জনজীবনে জায়গা করে নিয়েছে। ফিন্টেক বা স্টার্টআপের অন্য যেকোনো সেক্টরে আমরা অনেক পিছিয়ে আছি। স্টার্টআপের সমস্যা ও সম্ভবনার এইসব দিক উঠে এসেছে এই বইয়ে।
একুরিয়াম
সালমান সাদিক
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ৩৮০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Aqurium-653x1024.jpeg)
মাছের ক্ষেত্রে যেহেতু একুরিয়াম থাকাটাই যথেষ্ট, না মাছের গন্ধ আছে আর না আছে মাছের চিৎকার-চ্যাঁচামেচি। ফলে মাছ নিয়ে আসলে আমি খুব সহজেই এটা রাখতে পারবো। বাসার লোকেরা কোনো রকম অভিযোগ তুলবে না। তবে মাছ আমি কীভাবে আনবো? মাছ কেনার ব্যাপারেও আমার অভিজ্ঞতা নেই আর ভালো একুরিয়াম সম্পর্কেও আমার ধারণা নেই। দেখা যাবে আমাকে বেশি দামে তেলাপিয়া বা সরপুঁটির পোনা ধরিয়ে দেবে দোকানি। তাই আমি টুনার দ্বারস্থ হই। টুনাও বলেছিল যে, তার একুরিয়ামের জন্য মাছ দরকার।
মোগল শাহিজাদিদের কান্না
মূল : খাজা হাসান নিজামী
অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ১৮০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
ব্রিটিশরা সাগর পাড়ি দিয়ে সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ভারতের দক্ষিণ অংশে পৌঁছায় এবং মোগল সম্রাট ও শাহজাদাদের কাছে ধরনা দেয় বাণিজ্যসুবিধা লাভের আশায়। ভারতবর্ষে বিরাজমান তখনকার নৈরাজ্যময় পরিস্থিতি ইংরেজদের উদ্দেশ্য সাধনের অনুকূলে ছিল। বণিক থেকে ক্রমান্বয়ে ভারতের শাসক হিসেবে তাদের অবস্থানের পরিবর্তন ঘটায় মোগল সম্রাটের প্রতি ব্রিটিশের দৃষ্টিভঙ্গিও পালটে গিয়েছিল। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পর ভারতবর্ষে মোগল শাসনের শেষ নিশানাটুকুও বিলীন হয়ে যায়।
মরাকটাল
লেখক : আসেফ আব্দুল্লাহ
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ২০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
মাকে আজীবন সে মা বলেই মনে করেছে। মা রান্না করবে, বাইরে নিয়ে আসবে যাবে, বাবা নেই তাই বাবার দায়িত্বগুলোও মার। এই বৈশিষ্ট্যগুলোতেই সে তার মাকে আবদ্ধ করে রেখেছিল। মাকে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে সে ভাবেনি। মায়েরা হচ্ছে শুধুই মা, সন্তানের মা, আর কোনো পরিচয় হলে কোনো একজন পুরুষ মানুষের স্ত্রী। মায়েদের আর কী পরিচয়?
রিলেশনশিপ মার্কেটিং
লেখক : মোঃ মাছুম চৌধুরী
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২৭০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Relationship.png)
মানুষের সাথে মানুষের সম্পর্ক (রিলেশন) সৃষ্টির প্রথম থেকেই। মানুষের সাথে মানুষের সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস, আস্থা, সহানুভূতি, সততা, শ্রদ্ধা এবং ভক্তি ইত্যাদি কারণে। মানুষের সাথে মানুষের সম্পর্ক (রিলেশন) বিভিন্ন কারণে গড়ে ওঠে। আমাদের যেমন ব্যক্তিগত সম্পর্ক (রিলেশন) আছে তেমনি আবার প্রফেশনাল, সামাজিক, পারিবারিক সম্পর্কও আছে। সততা হচ্ছে সম্পর্ক তৈরির মূলভিত্তি। সেলস মার্কেটিং এর ক্ষেত্রেও সততা হচ্ছে গুরুত্বপূর্ণ কোর ভ্যালুজ। আপনার কোর ভ্যালুজ যদি সততা হয় তবে আপনি মানুষের সাথে সম্পর্ক (রিলেশন) করতে পারবেন। কারণ আপনার সততার কারণে মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনি মানুষের আস্থা অর্জন করতে পারবেন। রিলেশনশিপ মার্কেটিং-এ এবং সেলিং এর জন্য সৎ-মানুষ হওয়া জরুরি। আপনি সৎ হলে কাস্টমারকে সেরা সার্ভিস দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। তবেই কাস্টমার আপনার কাছ থেকে কোয়ালিটি প্রোডাক্ট ও কোয়ালিটি সার্ভিস দুটোই পাবে।
অন্য কাহন
লেখক : আফতাব হোসেন
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৩৫০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
সৃষ্টিগতভাবেই পুরুষ বহুগামী। কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে। কারোটা প্রকাশিত, কারোটা অপ্রকাশিত। তবে পৃথিবীর তাবৎ প্রাণিকুলের মধ্যে মানুষই একমাত্র প্রজাতি, যে তার রিপুকে সংযমের শেকলে বেঁধে রাখতে পারে। সে শেকল সামাজিক মূল্যবোধের কিংবা চারিত্রিক দৃঢ়তার। সে শেকল ধর্মীয় অনুশাসনের কিংবা পারিবারিক শিক্ষার। সে শেকল ভালোবাসার, ভালোবাসার মানুষটির প্রতি সৎ থাকতে চাওয়ার। আর এটাই মানুষ ও পশুর মধ্যে পার্থক্য।
তথাপিও পত্র দিয়ো (কবিতা)
মমিনুল আলম রাসেল
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
পত্র দিয়ো সই, লিখে দিয়ো বদনাম
জোছনা ফুটিলে উড়াইয়া দিয়ো এক জনমের দাম …
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Tothapi-668x1024.jpg)
শাশ্বত প্রেমের এই ব্যাকুলতা প্রবহমান, যুগযুগান্তরের পথে। কাছে থাকবার প্রার্থনায় শিল্পীর তুলিতে যে নিখাদ চিত্র ফোটে, গল্পকারের গদ্যের অলিতে গলিতে যে হাহাকার ওঠে যুগলবন্দি হবার তাড়না, তেমনি কবির কাব্যের পরতে পরতে ফুটে উঠেছে প্রেম, ভালোবাসা আর স্নেহ-মমতার এক অপার বিস্ময়।
জুলাই গণঅভ্যুত্থান
গণঅভ্যুত্থানের চিন্তাশিখা (জুলাই গণঅভ্যুত্থান)
লেখক : মুসা আল হাফিজ
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২৭০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
ইতিহাস আমাদেরকে খাড়া করে পরিবর্তনের মোড়ে। বহু ঝড়তুফান পার হয়ে মোলাকাত ঘটে সেই সন্ধিক্ষণের। এই মোলাকাতের ঘটনা রাস্তাঘাটে ঘটার আগে ঘটে যায় চিন্তার ময়দানে। মুসা আল হাফিজের চিন্তা বাংলাদেশের সমাজমনের আবহাওয়া ও আসন্ন বাস্তবতাকে পাঠ করেছিল বাস্তবতা দৃশ্যমান হবার আগেই। জুলাই অভ্যুত্থানকে তিনি বিপ্লবাত্মক পথ দেখিয়েছিলেন কোটা আন্দোলনের শুরুতেই। ১৮ জুলাই ২০২৪ এ প্রকাশিত তার কলাম পুরো লড়াইয়ের রূপকল্প প্রস্তাব করেছিল।
মহারাজা রণজিৎ সিং
মূল : খুশবন্ত সিং
অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৪৫০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
বহু বছরের মেধা ও শ্রমে এক ক্যালিগ্রাফার সুন্দর একটি কোরআন শরিফ তৈরি করেন। কিন্তু তিনি ভারতে এমন কোনো মুসলিম শাসককে পেলেন না, যিনি তার পরিশ্রমের উপযুক্ত মূল্য দিয়ে সুদৃশ্য কোরআন শরিফটি কিনবেন। এক পর্যায়ে তিনি লাহোরে এলেন পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ফকির আজিজউদ্দিনের কাছে কোরআনটি বিক্রয়ের চেষ্টা করতে। তিনি ক্যালিগ্রাফারের কাজের প্রশংসা করলেও এর কাঙ্ক্ষিত মূল্য দিতে অপারগতা প্রকাশ করলেন। তাদের দর কষাকষির বিষয়টি মহারাজা রণজিৎ সিংয়ের কানে এলে তিনি ক্যালিগ্রাফারকে তলব করেন। মহারাজা শ্রদ্ধার সঙ্গে কোরআন শরিফটি নিয়ে তার কপালে স্পর্শ করেন এবং তার এক চোখ দিয়ে লেখাগুলো পরখ করলেন। ক্যালিগ্রাফির চমৎকারিত্ব তাকে মুগ্ধ করল। তিনি তার ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য কোরআনটি ক্রয় করলেন। কিছুক্ষণ পর ফকির আজিজউদ্দিন তার কাছে জানতে চাইলেন, একজন শিখ হয়েও তিনি এত উচ্চমূল্যে এমন একটি গ্রন্থ কেন কিনলেন, যা তার কোনো কাজেই লাগবে না। রণজিৎ সিং উত্তর দিলেন, ‘ঈশ্বর চেয়েছেন আমি যাতে আমার এক চোখ দিয়ে সকল ধর্মকে সমানভাবে দেখি। সেজন্য তিনি আমার আরেক চোখের আলো নিয়ে গেছেন।’
স্মৃতির ঝরা পাতা
লেখক : দেওয়ান সালাউদ্দিন বাবু
প্রচ্ছদ : আইয়ুব আল আমিন
মূল্য : ৪০০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
জীবনের বাঁকে বাঁকে সময় ঝরে যায় শুকনো পাতার মতো। সময়ের ভাঁজে ভাঁজে জীবনের ঘটনাগুলো স্মৃতি হয়ে লুকিয়ে থাকে। সেই লুকিয়ে থাকা স্মৃতিগুলোই মাঝেমধ্যে উঁকি দেয় মানসপটে। আমরা স্মৃতিকাতর বা স্মৃতিপাথর হয়ে উঠি। স্মৃতি মনে করে কখনো ঠোঁটের কোণে হাসি ফোটে, কখনো-বা চোখের কোণে জল। স্মৃতি কিছুটা সাদা-কালো যুগের বাংলা সিনেমার মতো ফ্যাকাশে হলেও, মনের মমতায় সে প্রাণবান হয়ে ওঠে আমাদের গল্পে গল্পে, আড্ডায় আড্ডায়।
মাতাল মানচিত্র
অনুবাদ : আবদুল মান্নান সৈয়দ
প্রচ্ছদ নওয়াজ মারজান
মূল্য : ১৫০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Matal-705x1024.jpg)
ভালোবাসা স্বাধীন ও স্বেচ্ছাচারী। একজন কাব্যপ্রেমিকের যদৃচ্ছ ভালোবাসার মানচিত্র এই বই …..
আশ্চর্য আনন্দের আস্বাদ পেয়েছি অনেক দিন পরে, সহসা মনে হয়েছে কখনো সত্যিকার সাহিত্যিক ভিতরমহল চরিতার্থ হচ্ছে এই অনুবাদঅয়নে। ঠিক ব্যাখ্যা করা সম্ভব নয় :হয়তো উচ্চাশাতাড়িত নয় বলে ঐ আনন্দের আস্বাদ, হয়তো বিশেষ সময়ের ছেঁকে-ধরা মেজাজের দীপ্ত উপহার, হয়তো যেমন আমার হয় অনেক সময় নিজের বিরুদ্ধে কাজ করে। নিজের বিরুদ্ধে; অর্থাৎ আমি কবিতানুবাদে ঘোর অবিশ্বাসীমুখে ও লিখে তার বিরুদ্ধতা করেছি এবং গ্রন্থপ্রকাশের মুহূর্তেও তার শেষ-সার্থকতা সম্বন্ধে সন্দিহান। —আবদুল মান্নান সৈয়দ
অপেক্ষার ট্রেন
লেখক : আজহার শাহিন
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ১৮০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
সেদিনের সব কথা তার মনে নেই। তবে কিছু স্মৃতি থাকে, কিছু কথা থাকে কখনো হারায় না; নিশ্বাসের মতো বুকের পাঁজরে লেগে থাকে। তাকে বহন করতে হয় শেষ পর্যন্ত।
উঠল্লু (উপন্যাস)
লেখক : সাদিয়া সুলতানা
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ৩৮০ টাকা
প্রকাশ করেছে : ঐতিহ্য
![নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫ » অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24 অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24](https://ovijognewsbd24.com/wp-content/uploads/2025/02/Uthullu-668x1024.jpeg)
ঐ যে পাখিরা আসমানের কাছাকাছি ডানা মেলে উড়ছে, ঠিক অমন যদি উড়তে পারত আবাবিল! আম্মি বলে, আবাবিল একটা চিড়িয়া। কিন্তু ও যদি চিড়িয়াই হয় তবে এমন করে উড়তে পারে না কেন? আম্মির গল্পকথার আড়ালে থাকা মিথ্যেটুকু আবিষ্কার করে আবাবিল শোয়া থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে। ওর গলার ভেতরে ভেজা ভেজা কিছু একটা দলা পাকিয়ে ওঠে। আচমকা আবাবিল টের পায়, দুই বাহু টনটন করছে। পাখির দেহের ঠিক এই জায়গাতেই তো ডানা থাকে। আবাবিল হাত না রেখেও অনুভব করে কেমন শিরশির করে উঠছে দুই হাতের ঊর্ধ্বভাগ। তবে কি ওর ডানা গজাচ্ছে? আবাবিল পাখির মতো ডানা?
অভিযোগনিউজবিডি২৪ ডেস্ক