২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৬

নতুন নোট বিনিময় শুরু ২৯ জুন

ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুন হতে গ্রাহকদের মাঝে নতুন নোট বিনিময় শুরু করবে বাংলাদেশ ব্যাংক। যা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯/০৬/২০২২ হতে ০৭/০৭/২০২২ তারিখ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের নির্ধারিত শাখাসমূহের মাধ্যমে ১০, ২০, ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে

Facebook
Twitter
LinkedIn