২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০৯

নতুন বাংলাদেশ গড়বোই: প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমাদের সামনে সুযোগ এসেছে। এ সুযোগ আমরা হারাতে চাই না। নতুন বাংলাদেশ গড়বোই।

আজ বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আন্দোলন ছিল লক্ষ্য পূরণের জীবনপণ আন্দোলন। দেশের এমন কোনো মানুষ ছিল না, যারা তাদের সমর্থন জানায়নি।

তিনি বলেন, সুস্থ্য সবল মানুষ হিসেবে দাঁড়াতে চাই। নতুন স্বপ্ন পূরণের এই সুযোগ হাতছাড়া হযে গেলে জাতির কাছে আর অবশিষ্ট কিছুই থাকবে না। 

‘ন্যাশনাল বিজনেস ডায়ালগ’ শীর্ষক সংলাপটি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয়েছে।

সংলাপে এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

Facebook
Twitter
LinkedIn