দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এরই মধ্যে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হচ্ছে। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগকে ৪০টি নতুন গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। আর তাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে ৪০টি গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৪০টি পতাকাও সরবরাহের জন্য কার্যাদেশ দেয়া হয়েছে। এ ছাড়া গাড়িচালকদের নাম ও নম্বর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
নতুন মন্ত্রিসভায় ৪০ জনের বেশি সদস্য থাকতে পারেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।