রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয়ার পর বিএনপি অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে। সমাবেশ একদিন পেছানো পরেও দলটির অনেক নেতাকর্মী বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ নেতাকর্মীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। বিএনপির কেন্দ্রীয় নেতারাও সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে তারা চলে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
পরে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন শান্তিপূর্ণ পরিবেশে বাধা দিয়ে সংঘাতের উস্কানি দিচ্ছে সরকার। নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাসাবাড়ি, আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও সাংবাদিকদের জানান বিএনপির এই নেতা।