Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১২:২৮

নাইজেরিয়ায় পীতজ্বরে ১০ দিনে ৭৬ জনের প্রাণহানি

নাইজেরিয়ার তিনটি রাজ্যে নভেম্বরের প্রথম ১০ দিনে পীতজ্বরে ৭৬ জন মারা গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।

নভেম্বরের ১ থেকে ১১ তারিখের মধ্যে ডেল্টা রাজ্যে মোট ৩৫ জন, এনুগু রাজ্যে ৩৩ জন এবং বাউচি রাজ্যে ৮ জন মারা গেছে।

দেশটির সরকারি র্বার্তা সংস্থাকে রোগ প্রতিরোধ কেন্দ্রের প্রধান চিকোয়ি ইজিতেওয়াজু এ কথা জানান।

এছাড়া এ সময়ের মধ্যে এ তিন রাজ্যে ২২২ সন্দেহভাজন রোগী এবং ১৯ জন নিশ্চিত পীতজ¦রে আক্রান্ত হয়েছে।

পীতজ্বরের প্রাদুর্ভাব ঠেকাতে টিকা দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

পীতজ্বর মূলত ভাইরাসের কারণে হয়। তবে মশার মাধ্যমে এটি ছড়ায়। সিঙ্গেল ডোজ টিকার মাধ্যমেএ রোগ প্রতিরোধ সম্ভব।

Facebook
Twitter
LinkedIn