Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪৪

নাট্যনির্মাতাদের নতুন অভিভাবক হলেন শহীদুজ্জামান সেলিম …

মারুফ আহমেদ,বিশেষ প্রতিনিধি

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

ডিরেক্টর গিল্ডের নতুন সভাপতি নির্বাচিত হলেন শহীদুজ্জামান সেলিম।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

বিপক্ষ প্রার্থী ছিলেন গুণী নাট্য পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। শ.সেলিম ২৭১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী সা.লাভলু পেয়েছেন ১৭৩ ভোট। শনিবার(২২ ফেব্রুয়ারি) রাত ৮:৩০ মিনিটে ফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা বলেন, এবারের নির্বাচন অত্যন্ত সুন্দর হয়েছে। ৮৯ শতাংশ ভোটারের উপস্থিতি বলে দিচ্ছে নির্বাচন কতটা নিরপেক্ষ ও সুন্দর হয়েছে। সংগঠনের এই নির্বাচনে ২২২ ভোট নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান। সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে-লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ। সহ-সাধারন সম্পাদক-দীন মোহাম্মদ মনটু, তুহিন হোসেন, অর্থ সম্পাদক-আবু রায়হান জুয়েল, তথ্য প্রযুক্তি সম্পাদক-সঞ্জয় বড়ুয়া, আইন সম্পাদক- প্রীতি দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক- নাজমুল হুদা রনি, দপ্তর সম্পাদক-সাঈদ রহমান, প্রশিক্ষণ ও আর্কাইভ সম্পাদক-গাজী আপেল মাহমুদ।

কার্যকরী পরিষদ সদস্য হলেন গীতালিী হাসান, শিহাব শাহিন, চয়নিকা চৌধুরী, সাগর জাহান, লিটু করিম, হাসান রেজাউলি এবং মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

উল্লেখ্য সকাল ৯ টায় শিল্পকলা একাডেমি কেন্দ্রে এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ ঘন্টা বিরতিতে গিয়ে ভোট শেষ হয় বিকাল ৫:০০ টায়। ৫০১ জন নাট্যপরিচালক ছিলেন এবারের ভোটার। যা বিগত নির্বাচনগুলো থেকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। আনন্দঘন পরিবেশে সকাল সকাল নির্মাতা ভোট দিতে আসেন। অনেকের শুটিং থাকায় সকালে ভোট দিয়ে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। অনেকে দুপুরেও এসে প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে গেছেন।

নির্বাচন কমিশনার ছিলেন ৩ জন। নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া, নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা এবং চলচ্চিত্র পরিচালক আবদুস সামাদ খোকন। ‍দু্টি প্যানেল থেকে মোট ২১ জন করে প্রার্থী নির্বাচনে অংশ নেন।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

ডিরেক্টর গিল্ডের নির্বাচন নিয়ে গত কয়েক বছর নানান সমালোচনা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা জয়ী হয়ে বরাবর নিস্ক্রিয় ভুমিকা পালন করেন। এবার উভয় প্যানেল সংগঠনের সবার স্বার্থ সংরক্ষণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী দুই বছর মেয়াদের সময় পাবে এই নির্বাচনে জয়ী প্রার্থীরা। বিজয়ী দল প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। নতুন সভাপতির বক্তব্যে শহীদুজ্জামান সেলিম বলেন- “সবার সুখে-দুঃখে দুই প্যানেলের সবাই মিলেই কাজ করব একসাথে।”

ছবি: অনলাইন

Facebook
Twitter
LinkedIn