ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। এই সময়ে ধারাবাহিক নাটকেই তার বেশি ব্যস্ততা। একসঙ্গে প্রায় ১০ টির মতো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- সকাল আহমেদের ‘ভদ্রপাড়া,’ কায়সার আহমেদের ‘বকুলপুর’ বিপ্লব হায়দারের ‘সুখ পাখি’, মশিউর রহমানের ‘সরল রেখা’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ ও এস এম শাহীনের ‘একটি গ্রাম একটি শহর’। তবে এতো নাটকে কাজ করলেও এ অভিনেত্রীর আক্ষেপ থেকেই যাচ্ছে বলে জানান। কিন্তু সেটি কি? প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ধারাবাহিক নাটকের বাইরে একক নাটকেও নিয়মিত কাজ করছি। দুটোতেই তাই আমার অভিজ্ঞতা আছে। এই সময়ে একক নাটকে বেশির ভাগ প্রেম-ভালোবাসার বাইরে কিছু হচ্ছে না।
আবার টিভি ধারাবাহিকগুলো প্রায় সবগুলো একই প্যাটার্নে নির্মাণ হচ্ছে। গ্রামীণ পটভূমির গল্প থেকে বের হওয়া যাচ্ছে না। নতুনত্ব খুব কম নাটকে। তবে আমি ভীষণভাবে মিস করি পারিবারিক গল্পের নাটকগুলোকে। টিভি নাটকের বাইরে এই গ্ল্যামারকন্যা ‘ঘোলা’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফরমের জন্য এটি তার প্রথম কাজ। ভালো গল্প ও চরিত্র পেলে ওয়েব সিরিজে আরো কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। একইসঙ্গে চলচ্চিত্রে কাজের জন্যও প্রস্তুত তিনি। তার ভাষ্য, এখন অনেক গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। যদি এমন কোনো গল্প পাই তাহলে আমাকে চলচ্চিত্রে দেখা যাবে।