২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৩৮
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৩৮

নামছে তাপমাত্রার পারদ, যশোর-চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮

শীতে কাঁপছে দেশ। অব্যাহত আছে হিমেল হাওয়া আর ঘন কুয়াশাও। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তর-পশ্চিমের বেশ কয়েকটি জেলা। আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোর এবং চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।

যশোর-চুয়াডাঙ্গাসহ পশ্চিমের কয়েকটি জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও বাড়ছে শীতের তীব্রতা। রোববার ভোর ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোর এবং চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, ঢাকার ১০০ কিলোমিটার দূরত্বের বেশির ভাগ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা এরইমধ্যে নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

এদিকে, কুয়াশার কারণে শনিবার রাতে ঢাকা বিমানবন্দরে নামতে পারেনি ৮টি ফ্লাইট। এসব ফ্লাইট কলকাতা ও ইয়াংগুনে অবতরণ করে। তবে সকালে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভোগান্তি বাড়িয়েছে কনকনে ঠান্ডা বাতাস। শীতের তীব্রতা সত্ত্বেও পেটের তাগিদে কাজে নামছেন নিম্ন আয়ের মানুষ।

সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পরে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে।

এছাড়া, শরীয়তপুর-চাদপুর এবং লক্ষ্মীপুর-ভোলা রুটে ৬ ঘণ্টা বন্ধ থাকার পরে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

Facebook
Twitter
LinkedIn