২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৯

নারায়ণগঞ্জে ট্রলারডুবি : ভেসে উঠলো মা-মেয়েসহ ৪ জনের লাশ

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ চারজনের লাশ ভেসে উঠেছে।

রোববার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ জানুয়ারি সকালের এ ঘটনায় ১০ জন নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ ঘটনা নিশ্চিত করেন।

তিনি জানান, অন্য নিখোঁজদের খোঁজে আমাদের ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশও চেষ্টা চালাচ্ছে। যতক্ষণ ট্রলার ও নিখোঁজদের সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমভি ফারহান-৬ নামে লঞ্চ বেপরোয়া গতিতে এসে ৪০/৫০ যাত্রীসহ খেয়া পারাপারের একটি ট্রলারকে চাপা দেয়।

Facebook
Twitter
LinkedIn