৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:০৯
৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:০৯

না ফেরার দেশে সাংবাদিক হামিদুজ্জামান রবি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হামিদুজ্জামান রবি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। 

তার ছেলে সাকিব প্রত্যয় রাতে বাসসকে জানান, বাবার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর শংকরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি সন্ধ্যায় মারা যান। 

রবির মৃত্যুতে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ হামিদুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn