২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫৭

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়

দেশের মাটিতে সম্প্রতি প্রথমবারের মতো  নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেট খেলায় হারিয়েছে বাংলাদেশ। ১৬ বছর ও ১৮ ম্যাচের অপেক্ষার পর কিউইদের তাদের মাটিতে প্রথমবার একদিনের ক্রিকেট খেলাতে হারিয়েছে টাইগাররা। 

এ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত। সিরিজ শুরু হওয়ার আগে, আমরা সিরিজ জেতার কথা ভেবেছিলাম। কিন্তু প্রথম দুই ম্যাচে জিততে পারিনি, আজকে জিততে পেরেছি। ’ 

নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য কঠিন সময়ই নিয়ে এসেছেন শরিফুল ইসলাম-তানজিম হাসান সাকিবরা। ৭ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তানজিম সাকিব, সমান ওভার করে ২২ রান দিয়ে তিন উইকেট নেন শরিফুল ইসলামও। তিন উইকেট পান সৌম্য সরকার, একটি মোস্তাফিজুর রহমান। 

বোলারদের নিয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘বোলাররা অনেক কিছু শিখেছে। তারা ভালো জায়গায় বল করেছে, উইকেটের পেছনে ছুটেনি। বোলাররা আজ যেভাবে বল করেছে, শান্তি পাওয়ার মতো। 

৯৯ রান তাড়ায় নেমে কিছুটা আগ্রাসী ছিলেন শান্ত, পেয়েছেন হাফ সেঞ্চুরিও।

এ নিয়ে তিনি বলেন, ‘আমি বোলারদের (প্রতিপক্ষের) উড়িয়ে দেওয়ার চেষ্টা করিনি। কেবল চেষ্টা করেছি নিজের খেলাটা খেলতে আর প্রসেসেই মন দিয়েছি। ’

নিউজিল্যান্ডের মাটিতে আগেই টেস্ট জিতেছিল বাংলাদেশ, এবার ওয়ানডেতেও এলো জয়। এই সফরেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডেতে জয়ে আতœবিশ্বাস পেলেও আলাদা ফরম্যাটে ভিন্ন পরিকল্পনার কথাই বলছেন শান্ত। 

তিনি বলেন, ‘এই ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে কিন্তু টি-টোয়েন্টি আলাদা ফরম্যাট। আমরা ওভাবেই তার জন্য পরিকল্পনা করবো। আমরা কিছু জায়গায় ঘুরতে যাওয়ার চিন্তা করেছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে কিছুদিনের ভেতরই টি-টোয়েন্টি খেলতে হবে। ’

Facebook
Twitter
LinkedIn