২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪৬

নিজেরাই তাদের অফিসে তালা মেরেছে বিএনপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপি নিজেরাই তাদের অফিসে তালা মেরে রেখেছে। তারা অফিসে ঢুকতে চাইলে পুলিশ কোনো বাধা দেবে না।

মঙ্গলবার সকালে বিএনপির অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন  করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, নাইম নামের একজন বাসের হেলপারকে পুরিয়ে হত্যা করেছে অবরোধকারীরা। এখানে বাসের শ্রমিক যারা আছেন তাদের আর্থিক সহযোগিতা করা হবে। আগুন দেয়ার ঘটনায় হাতেনাতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কাজে সংশ্লিষ্ট থাকায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মকা-ের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।  এই অবরোধে পুলিশ দিনরাত মাঠে রয়েছে। যে হামলাগুলো হয়েছে সেগুলো চোরাগুপ্তা হামলা।

Facebook
Twitter
LinkedIn