‘দেখে মনে হচ্ছে, বোলারদের জন্য তেমন কিছু নেই। এটা ফ্ল্যাট উইকেট। যেটা বললাম ২০ উইকেট পেতে হলে বোলারদের অনেক চতুর হতে হবে। উইকেট না এলেও চতুরভাবে ভাবতে হবে। আউট অব দ্য বক্স কিছু করতে হবে’- টেস্টের আগে কথাগুলো বলেছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। অথচ টস জিতে প্রথম টেস্টে ব্যাটিংয়ে নামার পর সেই করুনারত্নেই ধরাশায়ী হলেন অফস্পিনার নাঈম হাসানের। মাত্র ১৭ বল স্থায়ী ছিল তার ইনিংস। তার ফেরায় ২৩ রানে পড়েছে শ্রীলঙ্কার প্রথম উইকেট। বাংলাদেশের বিপক্ষে ১১ ওভার শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অষ্টম ওভারে প্রথম বল হাতে তুলে নেন নাইম। পঞ্চম বলে পেয়েছেন যান সাফল্য। অফ স্টাম্প থেকে ভেতরে পড়া বল লেগ সাইডে সরে গিয়ে কাট করতে গিয়েছিলেন করুনারত্নে। কিন্তু বামহাতি ব্যাটার বলের লাইন থেকে বেশি সরে পড়ায় বল ছুঁয়ে যায় তার প্যাড। এলবিডাব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলঙ্কা রিভিউ নিলেও কাজে দেয়নি তা। আম্পায়ার্স কলে ৯ রানে সাজঘরে ফিরেছেন করুনারত্নে।
তার আগে পঞ্চম ওভারে রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ। শরিফুলের বলে বাংলাদেশ এলবিডাব্লিউর আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে।