২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫১
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫১

নিজের মৃত্যুর সংবাদে ‘বিব্রত’ হানিফ সংকেত

নিজের মৃত্যু সংবাদ নিয়ে বিব্রত হানিফে সংকেত। সকাল থেকেই হানিফ সংকেতের মৃত্যুর খবর বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে। এসব ভূয়া খবরে বিবৃত হানিফ সংকেত। তিনি বলেন, এই খবরটি প্রকাশের খবর অনেকেই ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন।

এর আগেও নায়করাজ রাজ্জাক, এটিএম শামসুজ্জামানসহ শোবিজের বরেণ্য অনেক তারকাদের নিয়ে অতীতে বিভিন্ন সময় মৃত্যুর গুজব ছড়িয়েছে

এ বিষয়ে হানিফ সংকেত গণমাধ্যমে বলেন, আমি বিস্মিত। শুনেছি সামাজিক মাধ্যম টিকটক থেকে গুজবটি ছড়ানো হয় পড়ে বিভিন্ন গণমাধ্যমে তা শেয়ার করা হয়।

এ বিষয়ে আহনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট গুজব রটনাকারীদের ধরতে কাজ করছে।

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন হানিফ সংকেত। উপস্থাপনা ছাড়াও নাটক নির্মাণ ও রচনা করে থাকেন তিনি।

Facebook
Twitter
LinkedIn