১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০১
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০১

নিজ কেন্দ্রেও ফেল করলেন নৌকা প্রার্থী

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মিয়া বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মিয়া পেয়েছেন ৬৬০৮ ভোট, জগ প্রতীকে মঞ্জরুল হক পেয়েছেন ৪৩২৮ এবং নৌকা প্রতীকে শহিদুজ্জামান খান পেয়েছেন ৪৩২৩।

১০টি কেন্দ্রের কোনোটিতেই বিজয়ই হতে পারেনি নৌকা। নৌকা প্রতীকের প্রার্থী তার নিজ কেন্দ্রেও ফেল করেছেন।

ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট হওয়ায় প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ করতে বিলম্ব হয়। ৫নং কেন্দ্র রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শেষ হয় প্রায় রাত সাড়ে ৮ টার দিকে।

এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২২ হাজার ২৪১ জন। পুরুষ ১০ হাজার ৮০১ জন এবং মহিলা ১১ হাজার ৪৪০ জন।

মেয়র প্রার্থী তিনজনই ছিলেন এই পৌরসভার সাবেক মেয়র।

Facebook
Twitter
LinkedIn