Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:২৫

নিপা ভাইরাস নিয়ে সচেতন হওয়ার আহবান

নিপা ভাইরাসে আক্রান্তদের ব্যক্তিদের চিকিৎসা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, নিপা ভাইরাসের কোন ভ্যাকসিন নাই, সকলকে সাবধানে থাকতে হবে। নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের হাসপাতালে ২০ শয্যা এবং বক্ষব্যাধি হাসপাতালে ৫ শয্যা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

বিজয় মেলার উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn