Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৩০

নিপুণের গলায় দেখা গেল মালা

নির্বাচন নিয়ে চলচ্চিত্র পাড়ায় গত কয়েকদিন ধরেই ছিল টানটান উত্তেজনা। প্রতিপক্ষকে কোণঠাসা করতেও দেখা গেছে। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ দ্বিবার্ষিক এ নির্বাচনে ফলের সময় দেখা গেল ভিন্ন চিত্র। 

বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের গলায় মালা পরিয়ে দেন বিজিত নিপুণ আক্তার। এরপরই এই বিজয়ের মালা চলে আসে নিপুণের গলায়। ডিপজল ও মিশা দুজনই তাদের মালা খুলে তা পরিয়ে দেন নিপুণকে।

এ সময় নিপুণ বলেন, ‘আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি। যার সঙ্গে নির্বাচন করেছি, আমি চিন্তাও করি নাই মাত্র ১৭ ভোটে আমি তার কাছে হারব। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াব, খুব বেশি হলে ৫০টা ভোট পাব। ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৭ ভোটে হারব সত্যিই সেটা আমি চিন্তাও করিনি। ’

তবে ভোট নষ্ট না হলে ফলাফল অন্যরকমও হতে পারত- এমন ইঙ্গিত দেন এই অভিনেত্রী।  

Facebook
Twitter
LinkedIn