Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৪

নির্বাচনের পর এবার নতুন কর্মসূচি বিএনপির

নির্বাচন পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেয় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে আগামী মঙ্গলবার ও বুধবার (৯ ও ১০ জানুয়ারি) সারাদেশে গণসংযোগ করবে বিএনপি। এসময় ড. আব্দুল মঈন খান বলেন, জনগণের ভোট বর্জনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির ভোট বর্জনের সিদ্ধান্ত সঠিক দাবি করে তিনি বলেন, ভোটার উপস্থিতি বাড়াতে বিভিন্ন কৌশলের পথ অবলম্বন করেছে সরকার। শত চেষ্টা করেও কেন্দ্রে ভোটার আনতে পারেনি তারা।

নির্বাচনে পর্যবেক্ষক ভাড়া করে আনা হয়েছে দাবি করে মঈন খান বলেন, যেসব কূটনৈতিক সরকারকে সমর্থন জানিয়েছে তা নিয়ে ভাবছে না বিএনপি। যারাই জনগণের পক্ষে তাদের সঙ্গে কাজ করবে দলটি।

Facebook
Twitter
LinkedIn