২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৯
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৯

নির্বাচন কমিশন অফিসের চারপাশে কড়া নিরাপত্তা বলয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা রয়েছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়। ইসি ভবনের চারপাশে টহল দিচ্ছে এপিসি (আরমার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও জলকামানা। এছাড়া র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশন ভবনের চারপাশে নিরাপত্তা বেড়েছে।  

ইসি ভবনে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্বাচন ভবনের প্রবেশ পথে দেওয়া হয়েছে ব্যারিকড। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। ইসি কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীদেরও আইডি কার্ড ছাড়া প্রবেশ দেওয়া হচ্ছে না। 

Facebook
Twitter
LinkedIn