সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও চট্টগ্রামের মিরসরাইয়ে চলছে অনুমোদনহীন ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার। এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার নামে চলছে প্রতারণা। রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। কিন্তু এসব অবৈধ চিকিৎসা সেবা কেন্দ্র বন্ধে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে দেশজুড়ে সম্প্রতি অভিযান চালানো হয়েছে। তবে ভিন্ন চিত্র চট্টগ্রামের মিরসরাইতে। মিরসরাই সদর, বারইয়ারহাট পৌরসভা ও আবু তোরাবসহ আশপাশের বেশ কিছু এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলছে অনেক ডায়গনষ্টিক সেন্টার, প্যাথলজি সেন্টার ও ডেন্টাল চিকিৎসা প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানে নেই দক্ষ চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে চিকিৎসা সেবা নিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে।
মিরসরাইয়ে অবৈধ ও মানহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোর নানা অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অবৈধ এসব চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বন্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।