২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:২১

নীলফামারীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু

নীলফামারীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ও চাপড়া সরমজানী ইউনিয়নে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

তারা হলেন, পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী হাজীপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে রবিউল ইসলাম (২৮) ও চাপড়া সরমজানী ইউনিয়নের নতিব চাপড়া গ্রামের উত্তর পাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, রবিউল ইসলাম তার মেয়েকে ফকিড়পাড়াস্থ স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় মিলবাজার এলাকায় বজ্রপাতের শিকার হন। এ সময় ঘটনাস্থলে মারা যান তিনি।

এ ছাড়া চাপড়া ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম জানান, উত্তরপাড়া এলাকায় বাড়ির পাশে আমন ধান ক্ষেতে কাজ করছিলেন আশরাফুল ইসলাম ও মমিনুর রহমান।

ঘটনার সময় বজ্রপাতের শিকার হলে সেখানেই মারা যান আশরাফুল এবং অপরজন মমিনুর রহমানকে (৫৫) নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ জানান, বজ্রপাতের শিকার হয়ে মারা যান তারা। তাদের সুরতহাল রিপোর্ট করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn