Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪২

নেত্রকোনায় টিসিবি পণ্যসহ বিএনপি নেতা আটক

বাড়িতে রাখা টিসিবির পণ্যসহ নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে আটক করেছে যৌথবাহিনী। এসব পণ্যের মধ্যে রয়েছে ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও সয়াবিন তেল ৭২ লিটার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়েএসব পণ্যসহ তাকে আটক করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক আবুল হাসেম ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আবুল হাসেম ভূঁইয়া ওই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা ও পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

Facebook
Twitter
LinkedIn