২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:১৯
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:১৯

নেদারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। শুক্রবার (১১ নভেম্বর) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে নেদারল্যান্ড। লিভারপুলের ডিফেন্ডার ভ্যান ডাইককে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ডাচদের বিশ্বকাপ দল।

বিশ্বকাপের এক আসর পর আবারও বিশ্বকাপে ফিরছে অ্যারিয়েন রোবেনের উত্তরসূরিরা। ভ্যান ডাইককের পাশাপাশি ডাচদের বিশ্বকাপ দলে আছে মিডফিল্ডার লুক ডি ইয়ং। বেশ ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে নেদারল্যান্ড। ২০১০ বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার আপ হয় দলটি

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রপে রয়েছে নেদারল্যান্ড। গ্রুপের অন্যদলগুলো হলো স্বাগতিক কাতার, সেনেগাল ও ইকুয়েডর। ২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

নেদারল্যান্ড স্কোয়াড:

গোলরক্ষক: আন্দ্রিয়েস নোপার্ট, জাস্টিন বিজলো, রেমকো পাসভির।

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, ডেলি ব্লিন্ড, টিম্বার, ডেনজেল ডামফ্রাইস, নাথান আকে, জেরেমি ফ্রিম্পং, ম্যাথিস ডি লিট, স্টেফান ডি ভ্রিজ, টাইরেল ম্যালেসিয়া।

মিডফিল্ডার: স্টিভেন বার্ঘুইস, লুক ডি ইয়ং, ডেভি ক্লাসেন, মার্টেন ডি রুন, টিউন কুপমেইনার্স, কেনেথ টেলর, জাভি সিমন্স।

ফরোয়ার্ড: ভিনসেন্ট জ্যানসেন, স্টিভেন বার্গউইন, কোডি গাকপো, মেম্ফিস ডিপাই, লুক ডি ইয়ং, নোয়া ল্যাং, ওয়েগহর্স্ট।

Facebook
Twitter
LinkedIn